menu-iconlogo
huatong
huatong
bari-siddiqui-pubali-batashe-cover-image

Pubali Batashe

Bari Siddiquihuatong
snt.freehuatong
Lời Bài Hát
Bản Ghi
পূবালী বাতাসে....

আষাঢ় মাইস্যা..ভাসা পানি রে,

পূবালী বাতাসে

বাদাম দেখে চাইয়া থাকি..

আমার নি কেউ আসেরে

বাদাম দেখে চাইয়া থাকি..

আমার নি কেউ আসেরে

আষাঢ় মাইস্যা..ভাসা পানি রে

আষাঢ় মাইস্যা..ভাসা পানি রে

যেদিন হতে নয়া পানি

আইলো বাড়ির ঘাটে...সখী রে

আইলো বাড়ির ঘাটে

অভাগিনীর মনে কত...শত কথা ওঠে রে

অভাগিনীর মনে কত শত কথা ওঠে রে

আষাঢ় মাইস্যা..ভাসা পানি রে

আষাঢ় মাইস্যা..ভাসা পানি রে

গাঙে দিয়া যায় রে কত

নায় নাইওরির নৌকা....সখী রে

নায় নাইওরির নৌকা

মায়ে ঝিয়ে বইনে বইনে হইতেছে যে দেখা রে

মায়ে ঝিয়ে বইনে বইনে হইতেছে যে দেখা রে

আষাঢ় মাইস্যা..ভাসা পানি রে

আষাঢ় মাইস্যা..ভাসা পানি রে

আমারে নিলনা নাইওর

পানি থাকতে তাজা সখী রে

পানি থাকতে তাজা আমি

দিনের পথ আধলে যাইতাম...

রাস্তা হইত সোজা রে

দিনের পথ আধলে যাইতাম...

রাস্তা হইত সোজা রে

আষাঢ় মাইস্যা..ভাসা পানি রে

আষাঢ় মাইস্যা..ভাসা পানি রে

কতলোকে যায় রে নাইওর

এই না আষাঢ় মাসে...সখী রে

এই না আষাঢ় মাসে

উকিল মুন্সীর হইবে নাইওর...

কার্তিক মাসের শেষে রে

উকিলেরই হইবে নাইওর

কার্তিক মাসের শেষে রে

আষাঢ় মাইস্যা..ভাসা পানি রে

পূবালী বাতাসে

বাদাম দেখে চাইয়া থাকি..

আমার নি কেউ আসেরে

বাদাম দেখে চাইয়া থাকি..

আমার নি কেউ আসেরে

আষাঢ় মাইস্যা..ভাসা পানি রে

আষাঢ় মাইস্যা..ভাসা পানি রে

Nhiều Hơn Từ Bari Siddiqui

Xem tất cảlogo

Bạn Có Thể Thích