Song title : NIROB DURVIKKHO
Band : BAY OF BENGAL
Album : Nirob Durvikkho(2016)
ছায়ার আড়ালে অন্য ছায়া
দৃষ্টির আড়ালে মিলিয়ে যায়
সময় এখানে থমকে দাঁড়ায়
নিথর মানুষের ক্রন্দনে হায়
বাতাস ভারী হচ্ছে গুমোট হাহাকারে
মৃত্যুর মিছিল আসছে ভেসে
কেউ শীতের রাতে ফুটপাতে
আগুন জ্বালে একটু আঁচের আশায়
আর কেউ অভিজাত রেস্টুরেন্টে
মত্ত শিশায়
কেউ খুঁজছে খাবার ডাস্টবিনে
শিশু খোঁজে মায়ের শুকনো বুকে
ওপাশ মেতেছে অশ্লীল উৎসবে
আর কেউ ভুগছে নীরব দুর্ভিক্ষে
MUSIC
জীবন এখানে বড় তুচ্ছ
উড়ছে রঙিন ডানায় দ্রব্যমূল্য
বাতাস ভারী হচ্ছে গুমোট হাহাকারে
মৃত্যুর মিছিল আসছে ভেসে
কেউ শীতের রাতে ফুটপাতে
আগুন জ্বালে একটু আঁচের আশায়
আর কেউ অভিজাত রেস্টুরেন্টে
মত্ত শিশায়
কেউ খুঁজছে খাবার ডাস্টবিনে
শিশু খোঁজে মায়ের শুকনো বুকে
ওপাশ মেতেছে অশ্লীল উৎসবে
আর কেউ ভুগছে নীরব দুর্ভিক্ষে
Guitar solo STARTING
Guitar solo MIDDLE
Guitar solo ENDING
কেউ শীতের রাতে ফুটপাতে
আগুন জ্বালে একটু আঁচের আশায়
আর কেউ অভিজাত রেস্টুরেন্টে
মত্ত শিশায়
কেউ খুঁজছে খাবার ডাস্টবিনে
শিশু খোঁজে মায়ের শুকনো বুকে
ওপাশ মেতেছে অশ্লীল উৎসবে
আর কেউ ভুগছে নীরব দুর্ভিক্ষে
#নীরব দুর্ভিক্ষ