menu-iconlogo
logo

ভালোবাসি হয়নি বলা। Valobashi hoyni bola

logo
Lời Bài Hát
ভালবাসি হয়নি বলা তবু ভালবাসি,

পাশাপাশি হয়নি চলা তবু পাশাপাশি।

তোমায় নিয়ে ফুলে ফুলে,

স্বপ্ন উড়াই আকাশ নীলে।

তোমাতে বিভর থাকি

আমি বার মাসি

ভালবাসি হয়নি বলা তবু ভালবাসি,

পাশাপাশি হয়নি চলা তবু পাশাপাশি।

সূর্য হয়ে ছড়াও তুমি

মিস্টি রোদের আলো

এক নিমিষে দাও সরিয়ে

আমার আধার কালো

সূর্য হয়ে ছড়াও তুমি

মিস্টি রোদের আলো

এক নিমিষে দাও সরিয়ে

আমার আধার কালো

দুঃখ গুলো তোমার ছোঁয়ায় হয় যে পরবাসী

ভালবাসি হয়নি বলা তবুও ভালবাসি

পাশাপাশি হয়নি চলা তবুও পাশাপাশি

হে হে হে হে হেহে ....

হে হে হে হে হেহে..

একটু শীতল ছায়া তুমি

ক্লান্ত পথের শেষে

হাত বাড়িয়ে ডাক আমায় ঘুম পাড়ানির দেশে

একটু শীতল ছায়া তুমি

ক্লান্ত পথের শেষে

হাত বাড়িয়ে ডাক আমায় ঘুম পাড়ানির দেশে

তুমি আছ দুই চোখে তাই স্বপ্ন রাশি রাশি

ভালবাসি হয়নি বলা তবুও ভালবাসি

পাশাপাশি হয়নি চলা তবুও পাশাপাশি

তোমায় নিয়ে ফুলে ফুলে

সপ্ন উড়াই আকাশ নীলে

তোমাতে বিবর থাকি

আমি বারমাসি।

ভালবাসি হয়নি বলা তবুও ভালবাসি

পাশাপাশি হয়নি চলা তবুও পাশাপাশি।

ভালোবাসি হয়নি বলা। Valobashi hoyni bola của Belal Khan/Porshi - Lời bài hát & Các bản Cover