menu-iconlogo
huatong
huatong
avatar

বিস্তীর্ণ দুপারের Bistirno Duparer

Bhupen Hazarikahuatong
skeensharonhuatong
Lời Bài Hát
Bản Ghi
বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের

হাহাকার শুনেও, নিঃশব্দে নিরবে

ও গঙ্গা তুমি, গঙ্গা বইছো কেন?

বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের

হাহাকার শুনেও, নিঃশব্দে নিরবে

ও গঙ্গা তুমি, গঙ্গা বইছো কেন?

নৈতিকতার স্খলন দেখেও

মানবতার পতন দেখেও

নির্লজ্জ অলসভাবে বইছো কেন?

বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের

হাহাকার শুনেও, নিঃশব্দে নিরবে

ও গঙ্গা তুমি, গঙ্গা বইছো কেন?

জ্ঞানবিহীন নিরক্ষরের,

খাদ্যবিহীন নাগরিকের

নেত্রী বিহীনতায় মৌন কেন?

সহস্র বরষার, উন্মাদনার

মন্ত্র দিয়ে, লক্ষ জনেরে

সবল সংগ্রামী, আর অগ্রগামী

করে তোলনা কেন?

ব্যক্তি যদি ব্যক্তিকেন্দ্রিক

সমষ্টি যদি ব্যাক্তিত্ব রোহিত

তবে শিথিল সমাজকে ভাঙ্গ না কেন?

সহস্র বরষার, উন্মাদনার

মন্ত্র দিয়ে, লক্ষ জনেরে

সবল সংগ্রামী, আর অগ্রগামী

করে তোলনা কেন?

স্রোতস্বিনী, তুমি নাহি বও

তুমি নিশ্চয় জাহ্নবী নও

তাহলে প্রেরণা দাও না কেন?

উন্মত্ত ধরার, কুরুক্ষেত্রে

শরসয্যাকে, আলিঙ্গন করা

লক্ষকোটি ভারতবাসীকে

জাগালে না কেন?

বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের

হাহাকার শুনেও, নিঃশব্দে নিরবে

ও গঙ্গা তুমি, গঙ্গা বইছো কেন?

বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের

হাহাকার শুনেও, নিঃশব্দে নিরবে

ও গঙ্গা তুমি, গঙ্গা বইছো কেন?

Nhiều Hơn Từ Bhupen Hazarika

Xem tất cảlogo

Bạn Có Thể Thích