menu-iconlogo
huatong
huatong
avatar

আর কত পোড়াবো অন্তর

BIPLOB HCBhuatong
14B&W🦋𝐁𝐈𝐏𝐋𝐎𝐁-⑅⃝🦋𝐇𝐂𝐁𝄞huatong
Lời Bài Hát
Bản Ghi
আর কত পোড়াবো অন্তর

কি ব্যথা দিয়ে গেলে বুকের ভেতর

আর কত পোড়াবো অন্তর

কি ব্যথা দিয়ে গেলে বুকের ভেতর

সইতেও পারিনা কইতেও পারিনা

কাঁদিতেও পারি না আগের মত

দুই চোখে আর নাইরে অশ্রু ঝরে শুধু রক্ত আমার

দুই চোখে আর নাইরে অশ্রু ঝরে শুধু রক্ত

আর কত পোড়াবো অন্তর

কি ব্যথা দিয়ে গেলে বুকের ভেতর

আমি বড় একা রে রাতের মত

ভালোবাসা এবুকে দিয়ে গেল ক্ষত রে দিয়ে গেল ক্ষত

ও..আমি বড় একা রে রাতের মত

ভালোবাসা এবুকে দিয়ে গেল ক্ষত রে দিয়ে গেল ক্ষত

সে তো আছে সুখে

শুধু এই বুকে দুঃখ থাকে অবিরত

দুই চোখে আর নাইরে অশ্রু ঝরে শুধু রক্ত আমার

দুই চোখে আর নাইরে অশ্রু ঝরে শুধু রক্ত

আর কত পোড়াব অন্তর

কি ব্যথা দিয়ে গেলে বুকের ভেতর

পৃথিবীতে আমি আজ বড় অসহায়

ভালবাসলেই বুঝি এমনই তো হয়রে এমনই তো হয়

ও...পৃথিবীতে আমি আজ বড় অসহায়

ভালবাসলেই বুঝি এমনই তো হয়রে এমনই তো হয়

সবকিছু হারিয়ে মৃত্যুর দুয়ারে

দাঁড়িয়ে আছি আমি এইতো...

দুই চোখে আর নাইরে অশ্রু ঝরে শুধু রক্ত আমার

দুই চোখে আর নাইরে অশ্রু ঝরে শুধু রক্ত

আর কত পোড়াবো অন্তর

কি ব্যথা দিয়ে গেলে বুকের ভেতর

আর কত পোড়াবো অন্তর

কি ব্যথা দিয়ে গেলে বুকের ভেতর

সইতেও পারিনা

কইতেও পারিনা

কাঁদিতেও পারিনা আগের মত

দুই চোখে আর নাইরে অশ্রু ঝরে শুধু রক্ত আমার

দুই চোখে আর নাইরে অশ্রু ঝরে শুধু রক্ত

আর কত পোড়াবো অন্তর

কি ব্যথা দিয়ে গেলে বুকের ভেতর

দেখা হবে আবার নতুন করে নতুন কোনো গানে

ধন্যবাদ

Nhiều Hơn Từ BIPLOB HCB

Xem tất cảlogo

Bạn Có Thể Thích