menu-iconlogo
huatong
huatong
avatar

Tui amai pagol korli re

Cactushuatong
dorseydorseyhuatong
Lời Bài Hát
Bản Ghi
Song : Bodhu Re

Album Name : Rajar Raja

Singer : Abhijit Barman(পটা)

Band Name : Cactus

তুই আমায় পাগল করলি রে (2)

ও...মনেতে খুশির বাহার,

মনেতে খুশির বাহার, চোখেতে জল ঝরে..

বধু রে..বধু রে..বধু রে.. (3)

তুই আমায় পাগল করলি রে (2)

কোথায় পেলি সোনার কাঁঠি,আমার পরাণভ্রমর2

কোন সে ঘুমের থেকে জেগে,

কোন সে ঘুমের থেকে জেগে জড়ায় ফুলের কোমর।

বধু রে .. বধু রে .. বধু রে .. (3)

তুই আমায় পাগল করলি রে (2)

মন পাহাড়ের কোলে বরফ,তোর পরশে গলে (2)

আমি বুঝি আমার পরাণ,

আমি বুঝি আমার পরাণ,নদী বয়ে চলে।

বধু রে .. বধু রে .. বধু রে .. (3)

তুই আমায় পাগল করলি রে (2)

ও.. মনেতে খুশির বাহার,

মনেতে খুশির বাহার,চোখেতে জল ঝরে,

বঁধু রে .. বঁধু রে .. বঁধু রে ..(6)

ট্র্যাক আপলোডে সৌমিত্র

ও সহযোগিতায় দেবযানি

ধন্যবাদ

Nhiều Hơn Từ Cactus

Xem tất cảlogo

Bạn Có Thể Thích