menu-iconlogo
huatong
huatong
avatar

সর্বত মঙ্গল রাধে

Chanchal Chowdhuryhuatong
nettrbeanhuatong
Lời Bài Hát
Bản Ghi
প্রথম মেয়ে

দ্বিতীয় ছেলে

. .

সর্বত মঙ্গল রাধে

বিনোদিনী রায়…

বৃন্দাবনের বংশিধারী

ঠাকুরও কানাই…

একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়…

পিছন থেকে কৃষ্ণ তখন

আড়ে আড়ে চায়…

জল ভরো জল ভরো রাধে ওগোয়ালের ঝি

কলস আমার পূর্ণ করো

রাধে বিনোদী…

কালো মানিক হাত পেতেছে

চাঁদ ধরিতে চায়…

বামন কি আর হাত বাড়ালে

চাঁদের দেখা পায়?…

কালো কালো করিসনা লো ওগোয়ালের ঝি

আমায় বিধাতা করেছে কালো

আমি করব কি?…

এক কালো যমুনার জল সর্বপ্রাণী খায়

আরেক কালো আমি কৃষ্ণ

সকল রাধে চায়…

এই কথা শুনিয়া কানাই

বাঁশি হাতে নিল…

সর্প হয়ে কালো বাশি

রাধাকে ধ্বংসিল…

ডান পায়ে ধ্বংশিল রাধের

বাম পায়ে ধরিল…

মরলাম মরলাম

বলে রাধে জমিনে পড়িল…

মরবেনা মরবেনা রাধে

মন্ত্র ভালো জানি…

দুই এক খানা ঝাড়া দিয়ে

বিষ করিব পানি…

এমনও অঙ্গেরও বিষ

যে ঝাড়িতে পারে…

সোনার এই যৌবনখানি

দান করিব তারে…

এই কথা শুনিয়া কানাই

বিষ ঝাড়িয়া দিল…

ঝেড়ে ঝুড়ে রাধে তখন

গৃহবাসে গেল…

. .

নতুন নতুন কারাওকে পেতে

DigitalBangla

এখনি করুন

গৃহবাসে গিয়ে রাধে

আড়ে বিছায় চুল…

কদম ডালে থাইক্কা কানাই

ফিইক্কা মারে ফুল…

বিয়া নাকি করো কানাই

বিয়া নাকি করো…

পরেরও রমণী দেখে

জ্বালায় জ্বলে মরো…

বিয়া তো করিবো রাধে

বিয়া তো করিবো…

তোমার মতো সুন্দর রাধে

কোথায় গেলে পাবো…

আমার মতো সুন্দর রাধে

যদি পেতে চাও…

গলায় কলসি বেধে যমুনাতে যাও…

কোথায় পাবো হাড় কলসি

কোথায় পাবো দড়ি…

তুমি হও যমুনা রাধে

আমি ডুইবা মরি…

তুমি হও য মু না রাধে

আমি ডুইবা মরি…

তুমি হও যমুনা রাধে

আমি ডুইবা মরি…

তুমি হও য মু না রাধে

আমি ডুইবা মরি…

সকলের প্রতি অভিরাম

ভালোবাসা রইল

পরিশেষ

Nhiều Hơn Từ Chanchal Chowdhury

Xem tất cảlogo

Bạn Có Thể Thích