Bengali Folk song by Gostha gopal Das
Uploaded by Chanchal from Alapon family
এমন মানুষ পেলাম না রে
এমন মানুষ পেলাম না রে
যে আমায় ব্যথা দিলোনা
আমায় ব্যথা দিলোনা
নয়ন জলে বুক ভাসালাম
নয়ন জলে বুক ভাসালাম
কেউ মুছে দিলোনা
হায়রে মুছে দিলোনা
Uploaded by Chanchal from Alapon family
ও.. মুখ দেখিয়া মনের ভাষা
কেউ তো বোঝে না রে
মাগো তুমি আছো কোথায়
আর কি পাবো ফিরে
ও.. মুখ দেখিয়া মনের ভাষা
কেউ তো বোঝে না রে
মাগো তুমি আছো কোথায়
আর কি পাবো ফিরে
তোমার গর্ভে জনম নিয়া
ও মা তোমার গর্ভে জনম নিয়া
তোমায় চিনলাম না
মাগো তোমায় চিনলাম না
এমন মানুষ পেলাম না রে
এমন মানুষ পেলাম না রে
যে আমায় ব্যথা দিলোনা
আমায় ব্যথা দিলোনা
Uploaded by Chanchal from Alapon family
ও.. গানের সুরে বনের পাখি
ওড়েনা আকাশে
কি যেন কি বলে বাতাস
আমায় আভাসে
ও.. গানের সুরে বনের পাখি
ওড়েনা আকাশে
কি যেন কি বলে বাতাস
আমায় আভাসে
বনলতা বোঝে যাহা
হায়রে বনলতা বোঝে যাহা
মানুষ বোঝেনা
হায়রে মানুষ বোঝেনা
এমন মানুষ পেলাম না রে,
এমন মানুষ পেলাম না রে,
যে আমায় ব্যথা দিলোনা
হায়রে ব্যথা দিলোনা
Thanks everyone