menu-iconlogo
huatong
huatong
dev2052-tomake-chara-e-akash-saje-na-movie-jodhdha-singer-arijit-anwesha-cover-image

Tomake Chara E Akash Saje Na Movie Jodhdha Singer Arijit Anwesha

Dev2052huatong
debasish291huatong
Lời Bài Hát
Bản Ghi
সারাটা দিন

ঘিরে আছো তুমি এত রঙ্গীন

হয়নি কখনও মন,

সারাটা রাত

আসছে না ঘুম ধরেছি হাত

থাকবো সারাজীবন।

তোমাকে ছাড়া এ আকাশ সাজে না

সহজে তো বাতাসে বাঁশি বাজে না,

চলো না আজ এ রূপকথা

তোমাকে শোনাই।

তোমাকে ছাড়া এ আকাশ সাজে না

সহজে তো বাতাসে বাঁশি বাজে না,

চলো না আজ এ রূপকথা

তোমাকে শোনাই।

সারাটা দিন

ঘিরে আছো তুমি এত রঙ্গীন

হয়নি কখনও মন,

সারাটা রাত

আসছে না ঘুম ধরেছি হাত

থাকবো সারাজীবন।।

আকাশ হারায় যেখানে

ও.. তোমায় ছোঁবো সেখানে,

ও.. ভালোবাসো এখনি

হো.. পরে কি হয় কে জানে।

সারাটাদিন

ঘিরে আছো তুমি এত রঙিন

হয়নি কখনও মন,

সারাটা রাত

আসছে না ঘুম ধরেছি হাত

থাকবো সারাজীবন।।

ভালো লাগা সারাক্ষণ

ও.. জানি না তার কি কারণ,

হা.. ভেসেছি স্বপ্নে আমি ..

ও.. তোমাকে পেয়েছে মন..

তোমাকে ছাড়া এ আকাশ সাজে না

সহজে তো বাতাসে বাঁশি বাজে না,

চলো না আজ এ রূপকথা

তোমাকে শোনাই।

তোমাকে ছাড়া এ আকাশ সাজে না

সহজে তো বাতাসে বাঁশি বাজে না,

চলো না আজ এ রূপকথা

তোমাকে শোনাই।

সারাটা দিন

ঘিরে আছো তুমি এত রঙ্গীন

হয়নি কখনও মন,

সারাটা রাত

আসছে না ঘুম ধরেছি হাত

থাকবো সারাজীবন।

তোমাকে ছাড়া এ আকাশ সাজে না

সহজে তো বাতাসে বাঁশি বাজে না,

চলো না আজ এ রূপকথা

তোমাকে শোনাই।

Nhiều Hơn Từ Dev2052

Xem tất cảlogo

Bạn Có Thể Thích