Bristi
Eleyas Hossain
Arranged by Tamal TK
ছেলে - আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে
একটু থেমে থেমে
এমন সময় তোমায় মনে
পড়ছে ক্রমে ক্রমে
মেয়ে - আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে
একটু থেমে থেমে
এমন সময় তোমায় মনে
পড়ছে ক্রমে ক্রমে
ছেলে - মেঘের ডানায় চড়ে একটু
রোদের লুকোচুরি
আবেগ গুলো চোখের পাতায়
সাজায় স্বপ্ন পুরী
মেয়ে - মেঘের ডানায় চড়ে একটু
রোদের লুকোচুরি
আবেগ গুলো চোখের পাতায়
সাজায় স্বপ্ন পুরী
-----Music -----
মেয়ে - হঠাৎ হঠাৎ বিজলী চমকায়
কিসের কথা বলে
ছল করেছে রোদের অন্তর
নিজের মতো চলে
ছেলে - হঠাৎ হঠাৎ বিজলী চমকায়
কিসের কথা বলে
ছল করেছে রোদের অন্তর
নিজের মতো চলে
ছেলে - মেঘের ডানায় চড়ে একটু
রোদের লুকোচুরি
আবেগ গুলো চোখের পাতায়
সাজায় স্বপ্ন পুরী
মেয়ে - মেঘের ডানায় চড়ে একটু
রোদের লুকোচুরি
আবেগ গুলো চোখের পাতায়
সাজায় স্বপ্ন পুরী
-----Music -----
মেয়ে - বুকের ভেতর সুখের নাচন
আশার অন্ত নেই
আমায় ভেঙে বারে বারে
খুঁজি তোমাকেই
ছেলে - বুকের ভেতর সুখের নাচন
আশার অন্ত নেই
আমায় ভেঙে বারে বারে
খুঁজি তোমাকেই
ছেলে - আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে
একটু থেমে থেমে
এমন সময় তোমায় মনে
পড়ছে ক্রমে ক্রমে
মেয়ে - আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে
একটু থেমে থেমে
এমন সময় তোমায় মনে
পড়ছে ক্রমে ক্রমে
ছেলে - মেঘের ডানায় চড়ে একটু
রোদের লুকোচুরি
আবেগ গুলো চোখের পাতায়
সাজায় স্বপ্ন পুরী
মেয়ে - মেঘের ডানায় চড়ে একটু
রোদের লুকোচুরি
আবেগ গুলো চোখের পাতায়
সাজায় স্বপ্ন পুরী
----ধন্যবাদ -----