menu-iconlogo
logo

পুবান হাওয়া পশ্চিমে যাও

logo
Lời Bài Hát
ΠΠΠUploadedBoyΠΠΠ

ΠΠΠAltafkhanΠΠΠ

পুবাল হাওয়া........

পশ্চিমে যাও কাবার পথে বইয়া

যাও রে বইয়া এই গরীবের সালামখানি লইয়া

যাও রে বইয়া এই গরীবের সালামখানি লইয়া

পুবাল হাওয়া..........

ΠΠΠAltafkhanΠΠΠ

কাবার জিয়ারতের আমার,নাই সম্বল ভাই,

সারা জনম সাধ ছিল যে, মদিনাতে যাই রে ভাই

মদিনাতে যাই

কাবার জিয়ারতের আমার নাই সম্বল ভাই,

সারা জনম সাধ ছিল যে, মদিনাতে যাই রে ভাই

মদিনাতে যাই

মিটল না সাধ, দিন গেল মোর দুনিয়ার বোঝা বইয়া

মিটল না সাধ, দিন গেল মোর দুনিয়ার বোঝা বইয়া

যাও রে বইয়া এই গরীবের সালাম খানি লইয়া

যাও রে বইয়া এই গরীবের সালাম খানি লইয়া

পুবাল হাওয়া......

ΠΠΠAltafkhnaΠΠΠ

পানির সাথে লইয়া যাও রে আমার চোখের পানি,দয়াল

পানির সাথে লইয়া যাও রে আমার চোখের পানি

লইয়া যাওরে এই নিরাশের দীর্ঘ নিশ্বাস খানি

নবীজীর রওজায় কাঁন্দিও ভাই রে আমার হইয়া

নবীজীর রওজায় কাঁন্দিও ভাই রে আমার হইয়া

মা ফাতেমা হযরত আলীর মাজার যেথায় আছে,

আমার সালাম দিয়া আইস তাঁদের পায়ের কাছে

(রে ভাই)তাদের পায়ের কাছে

কাবায় মোনাজাত করিও আমার কথা কইয়া

কাবায় মোনাজাত করিও আমার কথা কইয়া

যাও রে বইয়া এই গরীবের সালামখানি লইয়া

যাও রে বইয়া এই গরীবের সালামখানি লইয়া

পুবাল হাওয়া.........

পশ্চিমে যাও কাবার পথে বইয়া

যাও রে বইয়া এই গরীবের সালামখানি লইয়া

যাও রে বইয়া এই গরীবের সালামখানি লইয়া

পুবাল হাওয়া.........

ΠΠΠধন্যবাদΠΠΠ

পুবান হাওয়া পশ্চিমে যাও của Emon Chowdhury/ইমন | AltafkhanBD - Lời bài hát & Các bản Cover