ভেতরে জাগে না তোমাকে নিয়ে আর পিছুটান
অহংকারে অসম্মানে ক্ষয়েছো নিজের অবস্থান
তোমার সাথী হলে ক্ষতি কি না?
আলোর চেয়েও বেশি তোমার গতি কি?
তোমার সাথে হিসেব চুকে আজ
যা বুঝার আমি বুঝে গেছি
যা খুশি নিয়ে যাও, দূরে পালিয়ে যাও
তোমারই হাতে কি আমারই ধরণী?
যা খুশি নিয়ে যাও, দূরে পালিয়ে যাও
তোমারই হাতে কি আমারই ধরণী?
ভেবেছিলে
ভেবেছিলে
পেরিয়ে সকল সীমানা
শেকলে বেঁধে আমাকে
ভেবেছো আর হারাবে না
আসলে হেরেছো তুমি নিজে
একই পথে আগেও হেটেঁছি
এবার শুধুই যে একা তুমি
তোমার সাথে হিসেব চুকে আজ
যা বুঝার আমি বুঝে গেছি
যা খুশি নিয়ে যাও, দূরে পালিয়ে যাও
তোমারই হাতে কি আমারই ধরণী?
যা খুশি নিয়ে যাও, দূরে পালিয়ে যাও
তোমারই হাতে কি আমারই ধরণী?
যা খুশি নিয়ে যাও, দূরে পালিয়ে যাও
তোমারই হাতে কি আমারই ধরণী?
যা খুশি নিয়ে যাও, দূরে পালিয়ে যাও
তোমারই হাতে কি আমারই ধরণী?
ভেবেছিলে
ভেবেছিলে