menu-iconlogo
huatong
huatong
avatar

পূর্ণিমা চাঁদ নয়

এন্ডু কিশোর_সাবিনা ইয়াসমিনhuatong
..RaHuL_star660huatong
Lời Bài Hát
Bản Ghi
পূর্ণিমার চাঁদ নয়

ফাগুনের ফুল নয়

রংধনুর রং নয়

পূর্ণিমার চাঁদ নয়

ফাগুনের ফুল নয়

রংধনুর রং নয়

রূপকথার রূপ কুমারী তুমি

এসেছো এই জগতে

আমি চাই যে তোমারি হতে

আমি চাই যে তোমারি হতে

অনন্ত রাত, অনন্ত দিন

তোমারি অপেক্ষায়

কবে তুমি, আসবে আমার

ছোট্ট জীবন খেয়ায়

অনন্ত রাত, অনন্ত দিন

তোমারি অপেক্ষায়

কবে তুমি, আসবে আমার

ছোট্ট জীবন খেয়ায়

এই খেয়ার পরে বহণ তুমি

এসেছি সুখ ও স্রোতে

আমি চাই যে তোমারি হতে

আমি চাই যে তোমারি হতে

অশান্ত মন, অশান্ত প্রাণ

কি যে মধুর এই ক্ষণ

তোমার বুকে, বাসর ঘরে

বধু আমার এই মন

অশান্ত মন, অশান্ত প্রাণ

কি যে মধুর এই ক্ষণ

তোমার বুকে, বাসর ঘরে

বধু আমার এই মন

আজ তোমার আমি প্রান সজনী

তোমারি প্রেম অভ্রতে

আমি চাই যে তোমারি হতে

আমি চাই যে তোমারি হতে

পূর্ণিমার চাঁদ নয়

ফাগুনের ফুল নয়

রংধনুর রং নয়

পূর্ণিমার চাঁদ নয়

ফাগুনের ফুল নয়

রংধনুর রং নয়

রূপকথার রূপ কুমারী তুমি

এসেছো এই জগতে

আমি চাই যে তোমারি হতে

আমি চাই যে তোমারি হতে

Bạn Có Thể Thích

পূর্ণিমা চাঁদ নয় của এন্ডু কিশোর_সাবিনা ইয়াসমিন - Lời bài hát & Các bản Cover