পাগলিরে আমার মতো কেউকি আছে তোর
তোরি দুঃখে এনে দিবে সুখেরি প্রহর
পাগলিরে আমার মতো কেউকি আছে তোর
তোরি দুঃখে এনে দিবে সুখেরি প্রহর
তোরি ব্যথায় দুটি চোখে কে হবেরে জল
এলোমেলো হয়ে গেলে কে গোছাবে বল
পাগলিরে তোর পাগলামি তে
মন ভেঙ্গে করিসনা দুই
পাগলিরে এই না আমারে ছেড়ে
কোথায় জাবি তুই
পাগলিরে আমার মতো কেউকি আছে তোর
তোরি দুঃখে এনে দিবে সুখেরি প্রহর
সারাবেলা চোখের পাতায়
যতবারই পলক ফেলে
তারচেয়ে অনেক বেশি
তোর কথা মনটা বলে
সারাবেলা চোখের পাতায়
যতবারই পলক ফেলে
তারচেয়ে অনেক বেশি
তোর কথা মনটা বলে
তোরি ব্যথায় দুটি চোখে কে হবেরে জল
এলোমেলো হয়ে গেলে কে গোছাবে বল
পাগলিরে তোর পাগলামি তে
মন ভেঙ্গে করিসনা দুই
পাগলিরে এই না আমারে ছেড়ে
কোথায় জাবি তুই
হো ..হোহো..হো
হো ..হোহো ..হো
ঝরে পড়া নষ্ট ফুলে ও
সুন্ধর মালা হয়ে যায়রে
আমার কাছে পাগলী ছাড়া
অন্য কোনো উপায় নাইরে
ঝরে পড়া নষ্ট ফুলে ও
সুন্ধর মালা হয়ে যায়রে
আমার কাছে পাগলী ছাড়া
অন্য কোনো উপায় নাইরে
তোরি ব্যথায় দুটি চোখে কে হবেরে জল
এলোমেলো হয়ে গেলে কে গোছাবে বল
পাগলিরে তোর পাগলামি তে
মন ভেঙ্গে করিসনা দুই
পাগলিরে এই না আমারে ছেড়ে
কোথায় জাবি তুই
পাগলিরে আমার মতো কেউকি আছে তোর
তোরি দুঃখে এনে দিবে সুখেরি প্রহর
তোরি ব্যথায় দুটি চোখে কে হবেরে জল
এলোমেলো হয়ে গেলে কে গোছাবে বল
পাগলিরে তোর পাগলামি তে
মন ভেঙ্গে করিসনা দুই
পাগলিরে এই না আমারে ছেড়ে
কোথায় জাবি তুই
পাগলিরে আমার মতো কেউকি আছে তোর
তোরি দুঃখে এনে দিবে সুখেরি প্রহর
End