কী প্রেমে বাঁধলি রে তুই? কী প্রেমে বাঁধলি এ মন?
তোকে ছাড়া একা একা মনমরা মন এখন
ভাঙা ভাঙা কাঁচ হয়ে প্রেম আজ
করেছে নিঃস্ব জীবন
এই প্রেমের গল্প এত বেশি অল্প, কী দেবো আমি তার নাম?
জলভরা আঁখি আমি একা পাখি শূন্যে যে উড়লাম
এই প্রেমের গল্প এত বেশি অল্প, কী দেবো আমি তার নাম?
জলভরা আঁখি আমি একা পাখি শূন্যে যে উড়লাম
কী প্রেমে বাঁধলি রে তুই? কী প্রেমে বাঁধলি এ মন?
তোকে ছাড়া একা একা মনমরা মন এখন
প্রেমের প্রদীপ যায় না নিভে, জ্বলে মন ঘরে
তোরই নামে ভালোবাসা মোম হয়ে পোড়ে
বুনি স্বপ্নজাল, পোড়া এ কপাল
না পেয়ে তোকে হারালাম
এই প্রেমের গল্প এত বেশি অল্প, কী দেবো আমি তার নাম?
জলভরা আঁখি আমি একা পাখি শূন্যে যে উড়লাম
কী প্রেমে বাঁধলি রে তুই? কী প্রেমে বাঁধলি এ মন?
মনের পাড়ায় উড়ে বেড়ায় প্রেমপোকা রোজই
বেঁচে থাকার প্রার্থনাতে তাই তোকে খুঁজি
ছিল আমার ভুল ছিঁড়তে প্রেমের ফুল
ছিঁড়েছি ব্যথার গোলাপ
এই প্রেমের গল্প এত বেশি অল্প, কী দেবো আমি তার নাম?
জলভরা আঁখি আমি একা পাখি শূন্যে যে উড়লাম
কী প্রেমে বাঁধলি রে তুই? কী প্রেমে বাঁধলি এ মন?
তোকে ছাড়া একা একা মনমরা মন এখন
ভাঙা ভাঙা কাঁচ হয়ে প্রেম আজ
করেছে নিঃস্ব জীবন
এই প্রেমের গল্প এত বেশি অল্প, কী দেবো আমি তার নাম?
জলভরা আঁখি আমি একা পাখি শূন্যে যে উড়লাম
এই প্রেমের গল্প এত বেশি অল্প, কী দেবো আমি তার নাম?
জলভরা আঁখি আমি একা পাখি শূন্যে যে উড়লাম
কী প্রেমে বাঁধলি রে তুই? কী প্রেমে বাঁধলি এ মন?
তোকে ছাড়া একা একা মনমরা মন এখন