menu-iconlogo
huatong
huatong
avatar

Mohakaash

Fossilshuatong
juanpjuanphuatong
Lời Bài Hát
Bản Ghi
এখন দৃষ্টি অবরুদ্ধ নয়

এখন ঠান্ডা মহাযুদ্ধ নয়

এখন দৃষ্টি অবরুদ্ধ নয়

এখন ঠান্ডা মহাযুদ্ধ নয়

বেলাগাম পৃথিবীকে দিলাম ছুটি আমি

শেকলে বেঁধে মহাকাশ

বেলাগাম পৃথিবীকে দিলাম ছুটি আমি

শেকলে বেঁধে মহাকাশ

এখন আমার গতিবেগ ঝড়ের

দুঃস্বপ্ন ভেঙে দিয়েছি নির্ঝরের

বকেয়া যত স্ট্রাগল চুকিয়ে

এ আমার আহ্লাদী তামাদি অবকাশ

শেকলে বেঁধেছি মহাকাশ

আজ দায়ভারহীন হালকা মন

অকালকুষ্মান্ড দিনযাপন

আজ দায়ভারহীন হালকা মন

অকালকুষ্মান্ড দিনযাপন

আজ ছাতার মাথা মাথামুণ্ডুহীন

প্রকল্পের খোঁজ

এ প্রজেক্ট ভুল প্রোজেকশনে

দূরবীন বনাম অণুবীক্ষণে

এ উপন্যাসে রোজ গুঁজে গোঁজামিল

শুন্যতার ওভারডোজ

তোমাকে নিয়ে যেতে পারি

যদি হও আলোর সওয়ারী

যদি খোঁজো নতুন বাড়ি আশমানে

আমি বোঝাতে পারি আজ্গুবির মানে

চাইলেই তুই আমার সঙ্গে যাবি

শুধু একটাই অলিখিত দাবি

রেখো মহাকাশের চাবি গোপনে

চলো আমার সঙ্গে আমার ফ্রি-জোনে

এখন আমার গতিবেগ ঝড়ের

দুঃস্বপ্ন ভেঙে দিয়েছি নির্ঝরের

এখন আমার গতিবেগ ঝড়ের

দুঃস্বপ্ন ভেঙে দিয়েছি নির্ঝরের

বকেয়া যত স্ট্রাগল চুকিয়ে

এ আমার আহ্লাদী তামাদি অবকাশ

তাই

বেলাগাম পৃথিবীকে দিলাম ছুটি আমি

শেকলে বেঁধে মহাকাশ

শেকলে বেঁধে মহাকাশ

শেকলে বেঁধেছি মহাকাশ

শেকলে বেঁধে মহাকাশ

(শেকলে বেঁধে মহাকাশ)

(শেকলে বেঁধে)

(শেকলে)

(শেকলে বেঁধে)

(শেকলে)

(শেকলে বেঁধে)

(শেকলে বেঁধে)

Nhiều Hơn Từ Fossils

Xem tất cảlogo

Bạn Có Thể Thích

Mohakaash của Fossils - Lời bài hát & Các bản Cover