menu-iconlogo
huatong
huatong
gamcha-polash-amar-moyna-gosha-koirase-cover-image

Amar Moyna Gosha Koirase

Gamcha Polashhuatong
stanmcelyahuatong
Lời Bài Hát
Bản Ghi
আমার ময়নায় গোসা কইরাছে রে

আমার ময়নায় গোসা কইরাছে

গোসা কইরা পরের ঘরে ময়না

বউ হইয়াছে এএএএএএএএএএএ

আমার ময়নায় গোসা কইরাছে রে

আমার ময়নায় গোসা কইরাছে

গোসা কইরা পরের ঘরে ময়না

বউ হইয়াছে এএএএএএএএএএএ

এতদিনের ভালোবাসা ভাঙ্গিলে একদিনে

আহারে নিদয়া পাষাণ এই ছিল তোর মনে

তুই আমারও পরান পাখি আদরের টিয়া

কথা ছিল তোরে আমি কইয়া লমু বিয়া

এতদিনের ভালোবাসা ভাঙ্গিলে একদিনে

আহারে নিদয়া পাষাণ এই ছিল তোর মনে

তুই আমার পরান পাখি আদরের টিয়া

কথা ছিল তোরে আমি কইরা লইমু বিয়া

আমার ময়নায় গোসা কইরাছে রে

আমার ময়নায় গোসা কইরাছে

গোসা কইরা পরের ঘরে ময়না

বউ হইয়াছে এএএএএএএএএ

সুখের ঘরে দুখের আগুন জালাইয়া দিলি

আমিযে তোর আপন মানুষ কেমনে পর করিলি

অল্প বয়সে প্রেম করিয়া কইরছি যে ভুল

সেই ভুলের কারণে আমার গেল জাতি কুল

সুখের ঘরে দুঃখের আগুন জালাইয়া দিলি

আমিযে তোর আপন মানুষ কেমনে পর করিলি

অল্প বয়সে প্রেম করিয়া করিয়াছি ভুল

সেই ভুলের কারণে আমার গেল জাতি কুল

আমার ময়নায় গোসা কইরাছে রে

আমার ময়নায় গোসা কইরাছে

গোসা কইরা পরের ঘরে ময়না

বউ হইয়াছে এএএএএএএএএ

টাকা পয়সা সোনাদানায় কোন শান্তি নাই

মনের শান্তি না থাকিলে সবই হবে ছাই

এই দুনিয়ায় বেঁচে আছি জাহারি আশায়

আমায় ছাইরা সেই মেয়েটি পরের বাড়ি যায়

টাকা পয়সা সোনাদানায় কোন শান্তি নাই

মনের শান্তি না থাকিলে সবই হবে ছাই

এই দুনিয়ায় বেঁচে আছি জাহারি আশায়

আমায় ছাইরা সেই মেয়েটি পরে বাড়ি যায়

আমার ময়নায় গোসা কইরাছে রে

আমার ময়নায় গোসা কইরাছে

গোসা কইরা পরের ঘরে ময়না

বউ হইয়াছে এএএএএএএএএ

আমার ময়নায় গোসা কইরাছে রে

আমার ময়নায় গোসা কইরাছে

গোসা কইরা পরের ঘরে ময়না

বউ হইয়াছে এএএএএএএএএএ

Nhiều Hơn Từ Gamcha Polash

Xem tất cảlogo

Bạn Có Thể Thích