*গোষ্ঠগোপাল দাসের স্মরণে*
জীবন নদীর ঘূর্ণি পাকে আর কতকাল
বাইবি খেয়া মন
জীবন নদীর ঘূর্ণি পাকে আর কতকাল
বাইবি খেয়া মন
ঈশান কোণে মেঘ জমেছে
ঈশান কোণে মেঘ জমেছে
দেখনা রে তোর শিয়রে সমন
TRACK UPLOADED BY SURAJIT PAUL
FOLLOW ME @Singer_Surajit
মায়া পাঁকে ডুবে রোলি
মানিক ভেবে রাং কুড়ালি
মায়া পাঁকে ডুবে রোলি
মানিক ভেবে রাং কুড়ালি
এবার যোগ বিয়োগে শূন্য পেলি
যোগ এবার যোগ বিয়োগে শূন্য পেলি
সব খোয়ালী জনমের মতো
TRACK UPLOADED BY SURAJIT PAUL
FOLLOW ME @Singer_Surajit
ভাঙা দাঁড়ার জীর্ণ তরী
ঝড় তুফান উঠেছে ভারী
ভাঙা দাঁড়ার জীর্ণ তরী
ঝড় তুফান উঠেছে ভারী
এবার ডুববে রে তোর সাধের তরী
ডুববে এবার ডুববে রে তোর সাধের তরী
কেউ হবে না সাথী রে তখন
জীবন নদীর ঘূর্ণি পাকে আর কতকাল
বাইবি খেয়া মন ….
আর কতকাল বাইবি খেয়া মন