menu-iconlogo
logo

কেন পিড়িতি বাড়াইলা রে

logo
Lời Bài Hát
কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু

কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু

ছেড়ে যাইবা যদি

কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু

ছেড়ে যাইবা যদি

কেমনে রাখিব তর মন

আমার আপন ঘরে বাদী রে বন্ধু

ছেড়ে যাইবা যদি

কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু

ছেড়ে যাইবা যদি

পাড়া পড়শী বাদী আমার

বাদী কালন নদী

পাড়া পড়শী বাদী আমার

বাদী কালন নদী

মরম জ্বালা সইতে নারি..

দিবানিশি কাঁদি রে বন্ধু

ছেড়ে যাইবা যদি

কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু

ছেড়ে যাইবা যদি

কারে কি বলিব আমি

নিজে অপরাধী

কারে কি বলিব আমি

নিজে অপরাধী

কেঁদে কেঁদে চোখের জলে

বহাইলাম নদী রে বন্ধু

ছেড়ে যাইবা যদি

কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু

ছেড়ে যাইবা যদি

পাগুল আব্দুল করিম বলে...

হল এ কী ব্যাধি

পাগুল আব্দুল করিম বলে

হল এ কী ব্যাধি

তুমি বিনে এ ভুবনে

কে আছে ঔষধি রে বন্ধু

ছেড়ে যাইবা যদি

কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু

ছেড়ে যাইবা যদি

কেন পিড়িতি বাড়াইলা রে của Habib Wahid - Lời bài hát & Các bản Cover