menu-iconlogo
huatong
huatong
avatar

Ami abujher matoy ki korechhi

Haimanti Suklahuatong
✅𝗦𝗨𝗠𝗢𝗡🎸🅼🆁🆂huatong
Lời Bài Hát
Bản Ghi
শিল্পী - হৈমন্তী শুকলা

আমি অবুঝের মতো একি করেছি

আমি অবুঝের মতো একি করেছি

আমারই অজান্তে হৃদয়েরও প্রান্তে

আমারই অজান্তে হৃদয়েরও প্রান্তে

তোমার মুর্তি কেন গড়েছি

একি করেছি

আমি অবুঝের মত একি করেছি !

ডেকেছিলে শুধু গান শুনতে ,

সুরের মায়াবী জাল বুনতে

ডেকেছিলে শুধু গান শুনতে ,

সুরের মায়াবী জাল বুনতে

কখন যে হয়ে গেছি মুগ্ধ

সেই সুরে বীনা আমি ভরেছি

একি করেছি

আমি অবুঝের মত একি করেছি !

এখন কি হবে তুমিই বলো না

কিভাবে হৃদয়টাকে মেনে নেবে

ক্ষনিকের ছলনা

এখন কি হবে তুমিই বলো না

যে বাঁধন জড়ালাম চিত্তে

কি করে মানবো সে যে মিথ্যে

যে বাঁধন জড়ালাম চিত্তে

কি করে মানবো সে যে মিথ্যে

সাধ করে দেখেছি যে স্বপ্ন

দু’নয়নে সে কাজল পরেছি

একি করেছি

আমি অবুঝের মত একি করেছি

আমারই অজান্তে হৃদয়েরও প্রান্তে

আমারই অজান্তে হৃদয়েরও প্রান্তে

তোমার মুর্তি কেন গড়েছি

একি করেছি

আমি অবুঝের মত একি করেছি !

Nhiều Hơn Từ Haimanti Sukla

Xem tất cảlogo

Bạn Có Thể Thích