*গান - ঠিকানা না রেখে*
*কথা - পুলক বন্দ্যোপাধ্যায়*
*শিল্পী - হৈমন্তী শুক্লা*
*সুর - মান্না দে*
ঠিকানা না রেখে ভালই করেছ বন্ধু
ঠিকানা না রেখে ভালই করেছ বন্ধু
না আসার কোন কারণ সাজাতে হবে না তোমায় আর
বানানো কাহিনী শোনাতে হবে না
কথা দিয়ে না রাখার
ঠিকানা না রেখে ভালই করেছ বন্ধু
TRACK UPLOADED BY SURAJIT PAUL
FOLLOW ME @Singer_Surajit
হঠাৎ খেয়ালি দিনে
কাছে এসে পথ চিনে
হঠাৎ খেয়ালি দিনে
কাছে এসে পথ চিনে
সুযোগ পাবে না দিয়ে
যেতে আর অভিনয় উপহার
না আসার কোন কারণ সাজাতে হবে না তোমায় আর
ঠিকানা না রেখে ভালই করেছ বন্ধু
TRACK UPLOADED BY SURAJIT PAUL
FOLLOW ME @Singer_Surajit
তোমার হিসাবে কি ভুল রয়েছে
নিজেই ধরেছ তুমি
তোমার হিসাবে কি ভুল রয়েছে
নিজেই ধরেছ তুমি
ভুলে যেতে চেয়ে ভালই করেছ তুমি
আমার নিয়তি নিয়ে
কোন অভিযোগ দিয়ে
আমার নিয়তি নিয়ে
কোন অভিযোগ দিয়ে
আমিও পাব না কোন অবকাশ
কোন কথা জানাবার
না আসার কোন কারণ সাজাতে হবে না তোমায় আর
বানানো কাহিনী শোনাতে হবে না
কথা দিয়ে না রাখার
ঠিকানা না রেখে ভালই করেছ বন্ধু
ঠিকানা না রেখে ভালই করেছ বন্ধু