menu-iconlogo
logo

এত কষ্ট কেন ভালবাসায় কেন Eto Kosto Keno

logo
Lời Bài Hát
চারিদিকে উৎসব পরিপুর্ণ নিয়ন আলোয়

আমার এ পৃথিবী ঘিরে আসছে আঁধার কালোয়

সানাইয়ের সুর নিয়ে যাবে দুর

একটু একটু করে তোমায়

আজকে রাতে তুমি অন্যের হবে

ভাবতেই জলে চোখ ভিজে যায়

হায় হায় হায়

এত কষ্ট কেন ভালবাসায় কেন

এত কষ্ট কেন ভালবাসায়

বিশ্বাস যেখানে অবিশ্বাসের সুরে

বেজে উঠেছে

থাকবে না আমার সে কথাবুঝতে যেন

দেরি হয়েছে

মগ্ন ছিলাম তোমার ভালবাসার ইন্দ্রজালে

মানুষ আমি কেন তলিয়ে গেছি আমারই ভুলে

সানাইয়ের সুর নিয়ে যাবে দুর

একটু একটু করে তোমায়

আজকে রাতে তুমি অন্যের হবে

ভাবতেই জলে চোখ ভিজে যায়

হায় হায় হায়

এত কষ্ট কেন ভালবাসায় কেন

এত কষ্ট কেন ভালবাসায়

চারিদিকে উৎসব পরিপুর্ণ নিয়ন আলোয়

আমার এ পৃথিবী ঘিরে আসছে আঁধার কালোয়

সানাইয়ের সুর নিয়ে যাবে দুর

একটু একটু করে তোমায়

আজকে রাতে তুমি অন্যের হবে

ভাবতেই জলে চোখ ভিজে যায়

হায় হায় হায়

এত কষ্ট কেন ভালবাসায় কেন

এত কষ্ট কেন ভালবাসায় কেন

এত কষ্ট কেন ভালবাসায় কেন

এত কষ্ট কেন ভালবাসায়

এত কষ্ট কেন ভালবাসায় কেন Eto Kosto Keno của Hasan - Lời bài hát & Các bản Cover