menu-iconlogo
logo

রক্ত আলতা পায়

logo
Lời Bài Hát

লাল শারি পরিয়া কন্না রক্ত আলতা পায়

আমার চোখের জল মিশাইলা দিলানা বিদায়

তুমি ফিরাও চাইলানা একবার চইলা গেলা হায়

জানি আজ রাতে হইবা পরের আর ভাইবোনা আমায়

আ আ আ আ আ আ আ

যদি মেজিক টি ভাল লাগে

লাইক দিতে ভুলবেন না

BMG

চান্দের মত মুখটি যখন ভাসতো নয়ন জলে

আদর মুইছা দিতাম গালে

ঘাটে আইসা পাশে বইসা জরাইতো এ বুকে

ভুলবো আমি এই কথা কেমনে

চান্দের মত মুখটি যখন ভাসতো নয়ন জলে

আদর মুইছা দিতাম গালে

ঘাটে আইসা পাশে বইসা জরাইতো এ বুকে

ভুলবো আমি এই কথা কেমনে

তবে ভাল কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা

ভাল কেন বাসিলা আমারে

তবে ভাল কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা

ভাল কেন বাসিলা আমারে

আ আ আ আ আ আ আ 2

আরো নতুন নতুন মিউজিক পেতে হলে

আমাকে ফলো করে একটিভ থাকুন