menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Shara Deho Kheyogo Mati - Original Motion Picture Soundtrack

Hasan S. Iqbal/Ahmed Imtiaz Bulbulhuatong
dirkman1huatong
Lời Bài Hát
Bản Ghi
আমার সারা দেহ খেয়ো গো, মাটি

আমার সারা দেহ খেয়ো গো, মাটি

এই চোখ দুটো, মাটি, খেয়ো না

আমি মরে গেলেও তারে দেখার সাধ মিটবে না গো, মিটবে না

তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না

(ভরবে না মন, ভরবে না)

ওরে, ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে

ওরে, ইচ্ছে করে বুকের ভিতর লুকিয়ে রাখি তারে

যেন না পারে সে যেতে আমায় কোনোদিনও ছেড়ে

আমি ওই জগতে তারে ছাড়া থাকবো না গো, থাকবো না

তারে এক জনমে ভালবেসে ভরবে না মন, ভরবে না

(ভরবে না মন, ভরবে না)

ওরে, এই-না ভুবন ছাড়তে হবে দু'দিন আগে পরে

বিধি, একই সঙ্গে রেখো মোদের একই মাটির ঘরে

আমি ওই-না ঘরে থাকতে একা পারবো না গো, পারবো না

তারে এক জনমে ভালবেসে ভরবে না মন, ভরবে না

(ভরবে না মন, ভরবে না)

Nhiều Hơn Từ Hasan S. Iqbal/Ahmed Imtiaz Bulbul

Xem tất cảlogo

Bạn Có Thể Thích