menu-iconlogo
huatong
huatong
avatar

Hits Mashup | Old vs New Bangla Mashup

Hasan S Iqbal/Dristy Anamhuatong
nunnehi3huatong
Lời Bài Hát
Bản Ghi
♡☆#forhad99☆♡

F}ভুল না হয় আমার'ই ছিলো বেশি

করোনি ক্ষমা করেছো দোষী

অভিমান লুকিয়ে রাখো যদি

থাকবো সারা জীবন অপরাধী

প্রতিশোধ নেবে নাও আমি বাধা দেবো না

একবার বলে যাও

কেনো আমার হলে না

M}কাল সারা রাত ছিল স্বপনের রাত

কাল সারা রাত ছিল স্বপনের রাত

স্মৃতির আকাশে যেন বহুদিন পর

মেঘ ভেঙ্গে উঠেছিল পূর্ণিমা চাঁদ

কাল সারা রাত ছিল স্বপনের রাত

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

♡☆#forhad99☆♡

F}মন ভাল নেই..

জানি মন তবু হারবে না....

একজন কেউ থাকুক

যে তোমাকে ছাড়বেনা

সবাই চলে যাবে

একজনই পারবে না

পারিনি ভুলতে তোকে

পারিনি এ মন ফেরাতে

শূন্য এ হৃদয় আমার

চায় তোর মাঝে হারাতে

M}এ মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নীরবে

এ মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নীরবে

♡☆#forhad99☆♡

M+F}তুমি আমার..প্রথম সকাল

একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা

M}তুমি আমার..সারা দিন আমার..

তুমি আমার..সারা বেলা

M+Fতুমি চলে গেছো অনেক দূরে

এই মনের আঙ্গিনা ছেড়ে

তুমি চলে গেছো অনেক দূরে

এই মনের আঙ্গিনা ছেড়ে

♡☆#forhad99☆♡

Nhiều Hơn Từ Hasan S Iqbal/Dristy Anam

Xem tất cảlogo

Bạn Có Thể Thích

Hits Mashup | Old vs New Bangla Mashup của Hasan S Iqbal/Dristy Anam - Lời bài hát & Các bản Cover