menu-iconlogo
huatong
huatong
avatar

Jodi Thakte Tumi | যদি থাকতে তুমি I Unplugged

Hasan S. Iqbalhuatong
scam45o4huatong
Lời Bài Hát
Bản Ghi
TRACK BY

Song : Jodi Thakte Tumi

Vocal, Lyrics Tune : Hasan S. Iqbal

Music: Soundhacker

Cinematography : Rayhan Khan

Edit : Rayhan Khan

Mi Master : Sharif Sumon Ghuddy

1st Part

2nd Part

Both Part

যদি থাকতে তুমি

বাঁচতে আমার

লাগতো না কঠিন,

যদি থাকতে তুমি।

যদি থাকতে তুমি

কাটতো আমার

দিনগুলো রঙ্গিন,

যদি থাকতে তুমি।

যদি থাকতে তুমি

সামনে তোমার

এনে দিতাম সব

যা যা চাইতে তুমি,

তুমি বলার আগে

বুঝতাম আমি

যখন মন খারাপ

করে থাকতে তুমি।

এমন হবে কোনো দিন

আমি আগে ভাবিনি,

এমন হবে কোন দিন

আমি আগে ভাবিনি,

যে আমায় ছাড়া

বাঁচতো না আজ

সে কেন বিলীন ?

যদি থাকতে তুমি

বাঁচতে আমার

লাগতো না কঠিন,

যদি থাকতে তুমি।

যদি থাকতে তুমি

কাটতো আমার

দিনগুলো রঙ্গিন,

যদি থাকতে তুমি।।

FOR REQUESTING MORE SONG

PLS CONTACT WITH ME

FAHIM

FOLLOW BY

আমার চোখে ভাসে

শুধু তোমার ঐ মুখ

কানে বাজে তোমার গলার স্বর।

আমার চোখে ভাসে

শুধু তোমার ঐ মুখ

কানে বাজে তোমার গলার স্বর,

তোমায় মনে পড়লে

করি শুধু পাগলামি

উঠে এই মাতাল মনে ঝড়।

এমন হবে কোনো দিন

আমি আগে ভাবিনি,

এমন হবে কোন দিন

আমি আগে ভাবিনি,

যে আমায় ছাড়া

বাঁচতো না আজ

সে কেন বিলীন ?

যদি থাকতে তুমি

বাঁচতে আমার

লাগতো না কঠিন,

যদি থাকতে তুমি।

যদি থাকতে তুমি

কাটতো আমার

দিনগুলো রঙিন,

যদি থাকতে তুমি।।

FOR REQUESTING MORE SONG

PLS CONTACT WITH ME

FAHIM

FOLLOW BY

মাঝে মাঝে ভাবি

সব দোষ যে আমারি,

আমায় ভুলে যাওয়াটাই সহজ।

মাঝে মাঝে ভাবি

সব দোষ যে আমারি,

আমায় ভুলে যাওয়াটাই সহজ।

তুমি কবে আসবে

ভালোবাসবে আমাকে,

এখনো এই আশায় থাকি রোজ।

এমন হবে কোনো দিন

আমি আগে ভাবিনি,

এমন হবে কোন দিন

আমি আগে ভাবিনি,

যে আমায় ছাড়া

বাঁচতো না আজ

সে কেন বিলীন ?

যদি থাকতে তুমি

বাঁচতে আমার

লাগতো না কঠিন,

যদি থাকতে তুমি।

যদি থাকতে তুমি

কাটতো আমার

দিনগুলো রঙ্গিন,

যদি থাকতে তুমি।।

THANK YOU

Don’t Forget to follow me

Nhiều Hơn Từ Hasan S. Iqbal

Xem tất cảlogo

Bạn Có Thể Thích