menu-iconlogo
huatong
huatong
avatar

Old vs New Bangla Mashup

Hasan S.Iqbalhuatong
nathalie73huatong
Lời Bài Hát
Bản Ghi
ওগো তোমার আকাশ দুটি চোখে,

আমি হয়ে গেছি তাঁরা।

ওগো তোমার আকাশ দুটি চোখে,

আমি হয়ে গেছি তাঁরা।

তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি

তোর ইশারায় আমি মরে যেতেও রাজি

তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি

তোর ইশারায় আমি মরে যেতেও রাজি

আয়নাতে ঐ মুখ দেখবে যখন

কপোলের কালো তিল পড়বে চোখে

ফুটবে যখন ফুল বকুল শাঁখে

ভ্রমর যে এসেছিল জানবে লোকে

তোমাকে ছাড়া এ আকাশ সাজে না

সহজে তো বাতাসে বাঁশি বাজে না

চলো না আজ এ রূপকথা

তোমাকে শোনাই

তোকে জানাতে জানাতে চাই,

আমি বেচেছি ভালবাসায়।

মনের কোনে আপন মনে,

ঠিকানা বানাতে চাই।

আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে।

আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে।

আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে।

আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে।

বাকিটা সময় যেন মরণ আমার

হৃদয় জুড়ে নামে অথৈ আঁধার।

বাকিটা সময় যেন মরণ আমার

হৃদয় জুড়ে নামে অথৈ আঁধার।

আমি তোর আয়না হবো আজ

তুই শুধু ইচ্ছে মতো সাঁঝ

আমি তোর আয়না হবো আজ

তুই শুধু ইচ্ছে মতো সাঁঝ

রোদ্দুরে, যায় উড়ে, মন জাহাজ ...

আমি দূর হতে তোমারে দেখেছি

আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

আমি দূর হতে তোমারে দেখেছি

আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

বাজে কিঙ্কিনী রিনিঝিনি

তোমাকে যে চিনি চিনি

মনে মনে কত ছবি এঁকেছি

আমি দূর হতে তোমারে দেখেছি

আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

Nhiều Hơn Từ Hasan S.Iqbal

Xem tất cảlogo

Bạn Có Thể Thích