menu-iconlogo
huatong
huatong
avatar

আয় আয় খুকু আয়

Hemanta Mukherjee /Sravanti Mazumderhuatong
naticrishuatong
Lời Bài Hát
Bản Ghi
আয় খুকু আয়…

1 মেয়ে কণ্ঠঃ 1

2 ছেলে কণ্ঠঃ 2

কাটেনা সময় যখন আর কিছুতে

বন্ধুর টেলিফোনে মন বসেনা

জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা

মনে হয় বাবার মত কেউ বলেনা

আয় খুকু আয়…

আয় খুকু আয়…

আয় খুকু আয়…

আয় খুকু আয়…

আয়রে আমার সাথে গান গেয়ে যা

নতুন নতুন সুর নে শিখে নে

কিছূই যখন ভাল লাগবেনা তোর

পিয়ানোয় বসে তুই বাজাবিরে

আয় খুকু আয়…

আয় খুকু আয়…

সিনেমা যখন চোখে জ্বালা ধরায়

গরম কফির মজা জুড়িয়ে যায়

কবিতার বইগুলো ছূঁড়ে ফেলি

মনে হয় বাবা যদি বলতো আমায়

আয় খুকু আয়…

আয় খুকু আয়…

আয় খুকু আয়…

আয় খুকু আয়…

আয়রে আমার সাথে আয় এক্ষুনি

কোথাও ঘুরে আসি শহর ছেড়ে

ছেলেবেলার মত বায়না করে

কাজ থেকে নেনা তুই আমায় কেড়ে

আয় খুকু আয়…

আয় খুকু আয়…

দোকানে যখন আসি সাজবো বলে

খোঁপাটা বেঁধে নেই ঠান্ডা হাওয়ায়

আরশিতে যখন এই চোখ পড়ে যায়

মনে হয় বাবা যেন বলছে আমায়

আয় খুকু আয়…

আয় খুকু আয়…

আয় খুকু আয়…

আয় খুকু আয়…

আয়রে আমার কাছে আয় মা মণি

সবার আগে আমি দেখি তোকে

দেখিতো কেমন খোঁপা বেঁধেছিস তুই

কেমন কাজল দিলি কালো চোখে

আয় খুকু আয়…

আয় খুকু আয়…

ছেলেবেলার দিন ফেলে এসে

সবাই আমার মত বড় হয়ে যায়

জানিনা কজনে আমার মতন

মিষ্টি সে পিছুডাক শুনতে যে পায়

আয় খুকু আয়…

আয় খুকু আয়…

আয় খুকু আয়…

আয় খুকু আয়…

আয়রে আমার পাশে আয় মা মণি

এ হাতটা ভাল করে ধর এখনি

হারানো সেদিনে চল চলে যাই

ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি

আয় খুকু আয়…

আয় খুকু আয়…

আয় খুকু আয়…

আয় খুকু আয়…

আয় খুকু আয়…

আয় খুকু আয়…

Nhiều Hơn Từ Hemanta Mukherjee /Sravanti Mazumder

Xem tất cảlogo

Bạn Có Thể Thích