menu-iconlogo
huatong
huatong
avatar

যখন পড়বে না মোর

Hemanta Mukherjee /Suchitra Mitrahuatong
noochbhuatong
Lời Bài Hát
Bản Ghi
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন...

রবীন্দ্র সঙ্গীত

সৈয়দ আব্দুল হাদি

যখন পড়বে না মোর পায়ের

চিহ্ন এই বাটে....

আমি বাইবো না....

আমি বাইবো না মোর খেয়া তরী

এই ঘাটে.. গো যখন পড়বে না

মোর পায়ের চিহ্ন এই বাটে...

চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো

মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনাগোনা

এই হাটে, তখন আমায় নাইবা মনে রাখলে...

তারার পানে চেয়ে

চেয়ে...নাইবা আমায় ডাকলে...

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

Concept by

যখন জমবে ধূলা তানপুরাটার তারগুলায়,

কাঁটালতা

কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়,

আহা জমবে ধূলা তানপুরাটার তারগুলায়,

ফুলের বাগান

ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের,

শ্যাওলা এসে, ঘিরবে দিঘীর ধারগুলায়

তখন আমায় নাইবা মনে রাখলে...

তারার পানে চেয়ে চেয়ে

নাইবা আমায় ডাকলে...

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,

তখন এমনি করেই বাজবে

বাঁশি এই নাটে,কাটবে

দিন কাটবে

কাটবে গো দিন আজও যেমন

দিন কাটে,

আহা এমনি করেই বাজবে বাঁশি এই

নাটে, ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি..

এমনি সে দিন উঠবে ভরি চরবে

গরু খেলবে রাখাল ওই মাঠে।

তখন আমায় নাইবা মনে রাখলে

তারার পানে চেয়ে চেয়ে

নাইবা আমায় ডাকলে

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

Concept by

050papri05

তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি।

সকল খেলায়

সকল খেলায়

করবে খেলা এই আমি, আহা কি

বলিব সেই প্রভাতে নেই আমি

নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে

বাঁধবে নতুন

বাহু ডোরে,

আসব যাব চিরদিনের সেই আমি।

তখন আমায় নাইবা মনে রাখলে

তারার পানে চেয়ে চেয়ে

নাইবা আমায় ডাকলে

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

Nhiều Hơn Từ Hemanta Mukherjee /Suchitra Mitra

Xem tất cảlogo

Bạn Có Thể Thích