menu-iconlogo
huatong
huatong
avatar

মাগো ভাবনা কেনো Ma go bhabna Keno

Hemanta Mukhopadhyahuatong
naomisw1huatong
Lời Bài Hát
Bản Ghi
মা গো ভাবনা কেন?

আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে

তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি

তোমার ভয় নেই মা আমরা

প্রতিবাদ করতে জানি

মা গো ভাবনা কেন?

আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে

তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি

তোমার ভয় নেই মা আমরা

প্রতিবাদ করতে জানি

আমরা হারবো না হারবো না

তোমার মাটির একটি কণাও ছাড়বো না

আমরা হারবো না হারবো না

তোমার মাটির একটি কণাও ছাড়বো না

আমরা পাঁজর দিয়ে দুর্গঘাঁটি গড়তে জানি

তোমার ভয় নেই মা আমরা

প্রতিবাদ করতে জানি

আমরা পরাজয় মানবো না

দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না

আমরা পরাজয় মানবো না

দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না

আমরা চিরদিনই হাসিমুখে মরতে জানি

তোমার ভয় নেই মা আমরা

প্রতিবাদ করতে জানি

মা গো ভাবনা কেন?

আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে

তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি

তোমার ভয় নেই মা আমরা

প্রতিবাদ করতে জানি

আমরা অপমান সইবো না

ভীরুর মত ঘরের কোনে রইবো না

আমরা অপমান সইবো না

ভীরুর মত ঘরের কোনে রইবো না

আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি

তোমার ভয় নেই মা আমরা

প্রতিবাদ করতে জানি

মা গো ভাবনা কেন?

আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে

তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি

তোমার ভয় নেই মা আমরা

প্রতিবাদ করতে জানি

ধন্যবাদ

Nhiều Hơn Từ Hemanta Mukhopadhya

Xem tất cảlogo

Bạn Có Thể Thích