menu-iconlogo
huatong
huatong
brahim-amar-valobasa-tomar-proti-roilo-cover-image

Amar Valobasa Tomar Proti Roilo

İbrahimhuatong
ᴿ᭄𝐀𝐑_𝐑𝐈𝐏𝐎𝐍✵🅡︎Ⓜ️🅟︎࿐🇧🇩huatong
Lời Bài Hát
Bản Ghi
চোখের আড়ালে~

চলে গেলেও আমি

মনের আঙিনায় রইবো~

আমার, ভালোবাসা, তোমার প্রতি রইল~~

আমার, ভালোবাসা, তোমার প্রতি রইল~

চোখের আড়ালে~চলে গেলেও আমি

চোখের আড়ালে, চলে গেলেও আমি

মনের আঙিনায় রইব~

আমার ভালোবাসা, তোমার প্রতি রইল

আমার ভালোবাসা, তোমার প্রতি রইল

-==শিল্পী:- ইব্রাহীম==-

আপলোড:- এ আর রিপন

-===অপেক্ষা করুন===-

চলেছি অজানা দেশে, আশা বুকে নিয়ে

আবার হবে গো দেখা~

হৃদয়ের কাছাকাছি, চলে এসো বন্ধু~

এঁকে দেই প্রেমও রেখা~

শত অচেনার মাঝে, যদিও থাকো তুমি

দেখেই চিনে, লইবো~~

আমার, ভালোবাসা, তোমার প্রতি রইল

আমার ভালোবাসা, তোমার প্রতি রইল~

-==শিল্পী:- ইব্রাহীম==-

আপলোড:- এ আর রিপন

-===অপেক্ষা করুন===-

নিয়তির ডাকে, দিতে হবে সাড়া

তাইতো চলেছি আমি~~

===============

সইতে হবে গো, বিরহ বেদনা

ক্ষণিকের দুনিয়া~দারি~

সেই সে পরম দিনে, তুমি আর আমি

সেই সে পরম দিনে, তুমি আর আমি

প্রেমের দোলনায় দুলবো~

আমার, ভালোবাসা, তোমার প্রতি রইল

আমার ভালোবাসা, তোমার প্রতি রইল

চোখের আড়ালে~চলে গেলেও আমি

চোখের আড়ালে~চলে গেলেও আমি

মনের আঙিনায় রইবো~

আমার, ভালোবাসা, তোমার প্রতি রইলো

আমার ভালোবাসা, তোমার প্রতি রইলো~

আমার ভালোবাসা, তোমার প্রতি রইলো~

-====সমাপ্ত====-

Nhiều Hơn Từ İbrahim

Xem tất cảlogo

Bạn Có Thể Thích