menu-iconlogo
logo

Godhuli alap

logo
Lời Bài Hát
এত কাছে তোর যাব বলে ভাবিনি তো-

আমি তোমাকে পাবো বলে ভাবিনি তো।

পাথরে নদী একাকার ভাবিনি হবে আজ—

আজ পথ হারায়,

আলগোছে গোধূলি আলাপ-

আজ শুকতারায়,

মন খোঁজে গোধূলি আলাপ—

সঙ্গে আজ গোধূলি আলাপ।।

পাহাড়ের ফুল তুই,

বাহারের ভুল তুই,

আবিরের রং তোর রাগে—

তোমারি আবেশ হয়ে,

অচেনা আবেগ ছুঁয়ে,

এইভাবে জাগিনি তো আগে—

ভেবেছি আমি বহুবার,

ভাবিনি হবে আজ-

আজ পথ হারায়, আলগোছে গোধূলি আলাপ-

আজ শুকতারায়,

মন খোঁজে গোধূলি আলাপ।

সঙ্গে আজ গোধূলি আলাপ,

সঙ্গে আজ গোধূলি আলাপ।।

Godhuli alap của Ikkshita Mukherjee - Lời bài hát & Các bản Cover