আসবার কালে আসলাম একা
জেমস
আসবার কালে আসলাম একা
যাইবার কালে যাব একা
মাঝে মাঝে মনরে বলি
চক্ষু মেইলা কি দেখলা
আসবার কালে আসলাম একা
যাইবার কালে যাব একা
মাঝে মাঝে মনরে বলি
চক্ষু মেইলা কি দেখলা
মন বলে দুনিয়াদারী ঝকমারি এক খেল
পৃথিবীটা মানুষেরই দুই দিনেরই এক জেল
দুই দিনেরই এক জেল
দুই দিনেরই এক জেল
দুই দিনেরই এক জেল
দুই দিনেরই...
INTERLOUDE
সেই জেলেরই জেলার একজন নাড়েন কলকাঠি
তাহার হুকুম না মানিলে
সব কিছুই তো হয় মাটি
সেই জেলেরই জেলার একজন নাড়েন কলকাঠি
তাহার হুকুম না মানিলে
সব কিছুই তো হয় মাটি
মন বলে দুনিয়াদারী ঝকমারি এক খেল
পৃথিবীটা মানুষেরই দুই দিনেরই এক জেল
দুই দিনেরই এক জেল
দুই দিনেরই এক জেল
দুই দিনেরই এক জেল
দুই দিনেরই..
INTERLOUDE
দিন ভিখারি আমি একজন আসায় তার থাকি
দেয়না দেখা কয়না কথা শুভঙ্করের ফাঁকি
দিন ভিখারি আমি একজন আসায় তার থাকি
দেয়না দেখা কয়না কথা শুভঙ্করের ফাঁকি
মন বলে দুনিয়াদারী ঝকমারি এক খেল
পৃথিবীটা মানুষেরই দুই দিনেরই এক জেল
দুই দিনেরই এক জেল
দুই দিনেরই এক জেল
দুই দিনেরই এক জেল
দুই দিনেরই..
INTERLOUDE
আসবার কালে আসলাম একা
যাইবার কালে যাব একা
মাঝে মাঝে মনরে বলি চক্খু মেইলা কি দেখলা
মন বলে দুনিয়াদারী ঝকমারি এক খেল
পৃথিবীটা মানুষেরই দুই দিনেরই এক জেল
দুই দিনেরই এক জেল
দুই দিনেরই এক জেল
দুই দিনেরই এক জেল
দুই দিনেরই..
দুই দিনেরই এক জেল
দুই দিনেরই এক জেল
দুই দিনেরই এক জেল
দুই দিনেরই..