menu-iconlogo
huatong
huatong
jazper-jazper-cover-image

দেশ ছাড় রাজাকার - JAZPER.♠️

JAZPER.♠️huatong
JAZPER.♠️huatong
Lời Bài Hát
Bản Ghi
দেশ ছাড় রাজাকার

ছড়িয়ে যা বিষ যতোটা পারিস যা ছড়িয়ে হাহাকার

আমরা তবু বলেই যাবো

দেশ ছাড় রাজাকার

তোদের বিচার নাট্যশালায় ছুরি বোমা কাঁপে পাড়া

ইজ্জত নেওয়া হাতে লেগে আছে ভাইয়ের রক্তধারা

নিখোঁজ শহীদ কবর পায় নি তোরাও না পাস চাই

পুড়িয়ে তোদের ফেললে ভাবছি কোথায় ফেলব ছাই

কিভাবে নরম হবে জ্বালাপোড়া উপশম ফোস্কার

আমরা এখনো চেঁচিয়ে বলবো দেশ ছাড় রাজাকার

1.30 / 2.52

কত জননীর কোল খালি আজো স্বামীও ফেরে নি ঘরে

বুড়িগঙ্গায় লাশ ভেসে যায় দেখেছি একাত্তরে

আলতাফ গান গায় নি তো আর খায় নি তো ভাত আজাদ

খোদার কাছে অনেক করেছি নিয়মিত মোনাজাত

নিখোঁজ শহীদ কবর পায় নি তোরাও না পাস চাই

পুড়িয়ে তোদের ফেললে ভাবছি কোথায় ফেলব ছাই

কিভাবে নরম হবে জ্বালাপোড়া উপশম ফোস্কার

আমরা এখনো চেঁচিয়ে বলবো দেশ ছাড় রাজাকার

2:47 / 1:38s

ধর্মের নামে উল্লাসধ্বনি খোদার আরশও কাঁপে

দেশে আজো তাই হানাহানি জারি রয়েছে তোদের পাপে

তিরিশ লক্ষ্য শহীদের স্মৃতি ভোলে নি বাংলাদেশ

রক্তবীজেরা ঝাড়ে বংশে একদিন হবে শেষ

নিখোঁজ শহীদ কবর পায় নি তোরাও না পাস চাই

পুড়িয়ে তোদের ফেললে ভাবছি কোথায় ফেলব ছাই

কিভাবে নরম হবে জ্বালাপোড়া উপশম ফোস্কার

আমরা এখনো চেঁচিয়ে বলবো দেশ ছাড় রাজাকার

ছড়িয়ে যা বিষ যতোটা পারিস যা ছড়িয়ে হাহাকার

আমরা তবু বলেই যাবো

দেশ ছাড় রাজাকার

তোদের বিচার নাট্যশালায় ছুরি বোমা কাঁপে পাড়া

ইজ্জত নেওয়া হাতে লেগে আছে ভাইয়ের রক্তধারা

নিখোঁজ শহীদ কবর পায় নি তোরাও না পাস চাই

পুড়িয়ে তোদের ফেললে ভাবছি কোথায় ফেলব ছাই

কিভাবে নরম হবে জ্বালাপোড়া উপশম ফোস্কার

আমরা এখনো চেঁচিয়ে বলবো দেশ ছাড় রাজাকার

দেশ ছাড় রাজাকার

দেশ ছাড় রাজাকার

Nhiều Hơn Từ JAZPER.♠️

Xem tất cảlogo

Bạn Có Thể Thích