_ _ _ _ _ _
Tapos Majumder
আমার মনটা করে চুরি বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি
বন্ধু নিদয়া পাষাণ তোর এতো অভীমান
তোরে ছাড়া একলা জীবন কেমনে দেই পারি
আমার মনটা করে চুরি বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি
বন্ধু নিদয়া পাষাণ তোর এতো অভীমান
তোরে ছাড়া একলা জীবন কেমনে দেই পারি
অন্তরালে বিষের আগুন জলে ধিকি ধিকি
প্রেমানলে সবই গেলো নাইরে কিছু বাকি
অন্তরালে বিষের আগুন জলে ধিকি ধিকি
প্রেমানলে সবই গেলো নাইরে কিছু বাকি
আমার মন
আমার মনটা করে চুরি বুকে মারলি প্রেমের ছুরি
কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি
_ _ _ _ _ _
Tapos Majumder
ও ও এক জীবনে এত দুঃখ আমায় কেনো দিলি
তুইতো এমন ছিলিনারে এমন কানো হলি
দূর আকাশের তারা গুলো আমায় ডেকে বলে
তুই নাকি অনেক আগেই গেছিস আমায় ভুলে
এক জীবনে এত দুঃখ আমায় কেনো দিলি
তুইতো এমন ছিলিনারে এমন কানো হলি
দূর আকাশের তারা গুলো আমায় ডেকে বলে
তুই নাকি অনেক আগেই গেছিস আমায় ভুলে
আমার মন...
আমার মনটা করে চুরি বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি
বন্ধু নিদয়া পাষাণ তোর এতো অভীমান
তোরে ছাড়া একলা জীবন কেমনে দেই পারি
_ _ _ _ _ _
Tapos Majumder
ও ও রাতের পর রাত জাগিয়া তোর কথা ভাবি
তুই তো আমার স্বপ্ন লোকের রাত জাগা দেবি
খুব যতনে সংগপনে আইকাছি তোর ছবি
এই জীবনে বলনা রে তুই আমার কবে হবি
রাতের পর রাত জাগিয়া তোর কথা ভাবি
তুই তো আমার স্বপ্ন লোকের রাত জাগা দেবি
খুব যতনে সংগপোনে আইকাছি তোর ছবি
এই জীবনে বলনা রে তুই আমার কবে হবি
আমার মন...
আমার মনটা করে চুরি বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি
বন্ধু নিদয়া পাষাণ তোর এতো অভীমান
তোরে ছাড়া একলা জীবন কেমনে দেই পারি
অন্তরালে বিষের আগুন জলে ধিকি ধিকি
প্রেমানলে সবই গেলো নাইরে কিছু বাকি
অন্তরালে বিষের আগুন জলে ধিকি ধিকি
প্রেমানলে সবই গেলো নাইরে কিছু বাকি
আমার মন...
আমার মনটা করে চুরি বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি (3x)
_ _ _ _ _ _
Tapos Majumder