menu-iconlogo
huatong
huatong
joler-gaan-school-khuilase-re-mawla-cover-image

School Khuilase Re Mawla(আমাদের গান )

Joler Gaanhuatong
rachealimolehuatong
Lời Bài Hát
Bản Ghi
ইস্কুল খুইলাছে রে মাওলা, ইস্কুল খুইলাছে

ইস্কুল খুইলাছে রে মাওলা, ইস্কুল খুইলাছে

গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে

গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে

গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে

গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে

আবাল বৃদ্ধ নর-নারী, করে সব হুড়াহুড়ি

নাম করে রেজিস্টারি, ভর্তি হইতাছে

গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে

গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে

ইস্কুল খুইলাছে রে মাওলা, ইস্কুল খুইলাছে

ইস্কুল খুইলাছে রে মাওলা, ইস্কুল খুইলাছে

গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে

গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে

সেই স্কুলের এমনি ধারা, বিচার নাই জোয়ান, বুড়া

শিনায় শিনায় লেখা পড়া শিক্ষা দিতাছে

শিনায় শিনায় লেখা পড়া শিক্ষা দিতাছে

হাইরে মাস্টার, বাহিনা ছাড়া এলমেল ধ্বনি পড়া

মাস্টার, মাহিনা ছাড়া এলমেল ধ্বনি পড়া

কাগজ, কলম, দোয়াত কালির কি দরকার আছে

গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে

গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে

স্বহস্তে দস্তখদ দিয়াছো গোলামী খদ

আলস্থ তবে রব্বে কোন সরনী আছে

আরে আলস্থ তবে রব্বে কোন সরনী আছে

কালুবালা বলে এলে এখন কেন পাশ করিলে

কালুবালা বলে এলে এখন কেন পাশ করিলে

জবান বন্ধি দিতে গেলে ঠেকবি প্যাঁচে

গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে

গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে

রমেশ বলে অবোধ মন সময় গেল অকারণ

সিওরে সমন এসে খারা রয়েছে

সিওরে সমন এসে খারা রয়েছে

রমেশ বলে অবোধ মন সময় গেল অকারণ

সিওরে সমন এসে খারা রয়েছে

ভান্ডারির ইস্কুলে যাও কদম খাতায় নাম লেখাও

ভান্ডারির ইস্কুলে যাও কদম খাতায় নাম লেখাও

ভান্ডারির ইস্কুলে যাও কদম খাতায় নাম লেখাও

রেজিস্ট্রারি কবুল হতে তবে প্রাণ বাঁচে

গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে

গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে

ইস্কুল খুইলাছে রে মাওলা, ইস্কুল খুইলাছে

ইস্কুল খুইলাছে রে মাওলা, ইস্কুল খুইলাছে

গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে

গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে

গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে

গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে।।

Nhiều Hơn Từ Joler Gaan

Xem tất cảlogo

Bạn Có Thể Thích