menu-iconlogo
huatong
huatong
joy-shahriar-amar-aponar-cheye-apon-je-jon-cover-image

Amar Aponar Cheye Apon Je Jon

Joy Shahriarhuatong
richin06huatong
Lời Bài Hát
Bản Ghi
আমার আপনার চেয়ে আপন যে জন

খুঁজি তারে আমি আপনায়

আমার আপনার চেয়ে আপন যে জন

খুঁজি তারে আমি আপনায়

আমি শুনি যেন তার চরণের ধ্বনি

শুনি যেন তার চরণের ধ্বনি

আমার পিয়াসী বাসনায়

আমার আপনার চেয়ে আপন যে জন

খুঁজি তারে আমি আপনায়

আমারি মনের তৃষিত আকাশে

কাঁদে সে চাতক আকুল পিয়াসে

কভু সে চকোর সুধা-চোর আসে

কভু সে চকোর সুধা-চোর আসে

নিশীথে স্বপনে জোছনায়

আমার আপনার চেয়ে আপন যে জন

খুঁজি তারে আমি আপনায়

আমার মনের পিয়াল তমালে

হেরি তারে স্নেহ-মেঘ-শ্যাম

অশনি আলোকে হেরি তারে থির

বিজুলী-উজল অভিরাম

বিজুলী-উজল অভিরাম

আমারি রচিত কাননে বসিয়া

পরানু পিয়ারে মালিকা রচিয়া

সে মালা সহসা দেখিনু জাগিয়া

সে মালা সহসা দেখিনু জাগিয়া

আপনারি গলে দোলে হায়

আমার আপনার চেয়ে আপন যে জন

খুঁজি তারে আমি আপনায়

আমি শুনি যেন তার চরণের ধ্বনি

শুনি যেন তার চরণের ধ্বনি

আমার পিয়াসী বাসনায়

আমার আপনার চেয়ে আপন যে জন

খুঁজি তারে আমি আপনায়

Nhiều Hơn Từ Joy Shahriar

Xem tất cảlogo

Bạn Có Thể Thích