menu-iconlogo
huatong
huatong
avatar

বয়েস আমার মুখের রেখায় TRACK UPLOADET BY suju MeLoRhYtHmlx o NeEl

Kabir Sumanhuatong
🎻ѕυנυѕαнα🎻huatong
Lời Bài Hát
Bản Ghi
TRACK UPLOADET BY

suju MeLoRhYtHmlx o NeEl

বয়েস আমার মুখের রেখায়

শেখায় আজব ত্রিকোণমিতি,

কমতে থাকা চুলের ফাঁকে

মাঝ বয়সের সংস্কৃতি।

বয়েস আমার মুখের রেখায়

শেখায় আজব ত্রিকোণমিতি,

কমতে থাকা চুলের ফাঁকে

মাঝ বয়সের সংস্কৃতি।

হাঁটুতে আজ,

হাঁটুতে আজ টান লেগেছে

টান লেগেছে গাঁটে গাঁটে,

মধ্যবিত্ত শরীরে আজ

সময় শুধু ফন্দি আঁটে।

খালি চোখে পড়তে গিয়ে

হোঁচট খেয়ে চশমা নেওয়া,

বয়েস হওয়ার মানেই বোধহয়

স্বচ্ছতা কে বিদায় দেওয়া।

TRACK UPLOADET BY

suju MeLoRhYtHmlx o NeEl

বিদায় নিলো অনেক কিছু

কোনটা পরে কোনটা আগে,

বয়েস হচ্ছে বলেই বোধহয়

মাঝে মাঝে একলা লাগে।

একলা লাগার সময় মানে

নিজের সঙ্গে কথা বলা,

তারই ফাঁকে কোথায় যেন

অখিলবন্ধু ঘোষে এর গলা।

গলার কাছে পাল তুলেছে

আজগুবি এক স্মৃতির খেয়া,

গলার কাছে পাল তুলেছে

আজগুবি এক স্মৃতির খেয়া,

বয়স হওয়ার মানেই বোধহয়

স্মৃতির সঙ্গে আড্ডা দেওয়া।

কে বলে হে আড্ডা নাকি

কম বয়সের কথকতা,

বয়স হলেই বরং জমে

আড্ডা এবং নীরবতা।

নীরবতার অপর পাড়ে

সন্ধ্যে নামার একটু আগে,

বয়স হচ্ছে বলেই বোধহয়

হাঁটতে হাঁটতে একলা লাগে।

সন্ধ্যে নামার সময় হলে

পশ্চিমে নয়, পূবের দিকে

মুখ ফিরিয়ে ভাববো আমি

কোন দেশে রাত হচ্ছে ফিকে।

সন্ধ্যে নামার সময় হলে

পশ্চিমে নয়, পূবের দিকে

মুখ ফিরিয়ে ভাববো আমি

কোন দেশে রাত হচ্ছে ফিকে।

কোন দেশে রাত..

হচ্ছে ফিকে........

Nhiều Hơn Từ Kabir Suman

Xem tất cảlogo

Bạn Có Thể Thích