menu-iconlogo
huatong
huatong
avatar

Tomake Chai

Kabir Sumanhuatong
sportn60shuatong
Lời Bài Hát
Bản Ghi
প্রথমত আমি তোমাকে চাই,

দ্বিতীয়ত আমি তোমাকে চাই,

তৃতীয়ত আমি তোমাকে চাই,

শেষ পর্যন্ত তোমাকে চাই...

নিঝুম অন্ধকারে তোমাকে চাই,

রাত ভোর হলে আমি তোমাকে চাই,

সকালের কৈশোরে তোমাকে চাই,

সন্ধ্যের অবকাশে তোমাকে চাই...

বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই,

আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই,

শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই,

অকাল বোধনে আমি তোমাকে চাই...

কবেকার কলকাতা শহরে পথে,

পূরনো নতুন মুখ ঘরে ইমারতে,

অগুন্তি মানুষের ক্লান্ত মিছিলে,

অচেনা ছুটির ছোয়া তুমি এনে দিলে,

নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই,

এক ফোটা শান্তিতে তোমাকে চাই,

বহুদূর হেটে এসে তোমাকে চাই,

এ জীবন ভালো বেসে তোমাকে চাই...

চৌরাস্তার মোড়ে পার্কে দোকানে,

শহরে গঞ্জে গ্রামে এখানে ওখানে,

স্টেশনটার মিনাস হাটে বন্দরে,

অচেনা ড্রয়িং রুমে চেনা অন্দরে...

বালিশ তোষক কাথা পুরনো চাদরে,

ঠান্ডা শীতের রাতে লেপের আদরে,

কড়িকাঠে চৌকাঠে মাদুরে পাপোষে,

হাসি রাগ অভিমান ঝগড়া আপোষে...

তোমাকে চাই, তোমাকে চাই,

তোমাকে চাই, তোমাকে চাই...

এক কাপ চায়ে আমি তোমাকে চাই,

ডাইনে ও বায়ে আমি তোমাকে চাই,

দেখা না দেখায় আমি তোমাকে চাই,

না বলা কথায় আমি তোমাকে চাই..

শীর্ষেন্দুর কোন নতুন নভেলে,

হঠাৎ পড়তে বসা আবোল তাবোলে,

অবোধ্য কবিতায় ঠুমড়ি খেয়ালে,

স্লোগানে স্লোগানে ঢাকা দেয়ালে দেয়ালে,

সলীল চৌধুরীর ফেলে আসা গানে,

চৌরাসিয়ার বাশি মুখরিত প্রাণে,

ভুলে যাওয়া হিমাংশু দত্তর সুরে,

সেই কবেকার অনুরোধের আসরে...

তোমাকে চাই, তোমাকে চাই,

তোমাকে চাই, তোমাকে চাই...

অনুরোধে মিনতিতে তোমাকে চাই,

বেদনার আর্তিতে তোমাকে চাই,

দাবি দাওয়া চাহিদায় তোমাকে চাই,

লজ্জ্বা দ্বিধায় আমি তোমাকে চাই...

অধিকার বুঝে নেওয়া প্রখর দাবীতে,

সারা রাত জেগে আঁকা লরাকু ছবিতে,

ছিপ ছিপে কবিতার ছন্দে ভাষায়,

গদ্যের যুক্তিতে বাঁচার আশায়...

শ্রেণীহীন সমাজে চির বাসনায়,

দিনবদলের ক্ষিদে ভরা চেতনায়,

দ্বিধা দন্দ্বের দিন ঘোচার স্বপ্নে,

সাম্যবাদের ডাক ঘুমে জাগরণে...

বিক্ষোভে বিপ্লবে তোমাকে চাই,

ভীষণ অসম্ভবে তোমাকে চাই,

শান্তি অশান্তিতে তোমাকে চাই,

এই বিভ্রান্তিতে তোমাকে চাই...

প্রথমত আমি তোমাকে চাই,

দ্বিতীয়ত আমি তোমাকে চাই,

তৃতীয়ত আমি তোমাকে চাই,

শেষ পর্যন্ত তোমাকে চাই...

Nhiều Hơn Từ Kabir Suman

Xem tất cảlogo

Bạn Có Thể Thích