
এই বুকে বয়েছে যমুনা
এই বুকেই বয়েছে যমুনা
নিয়ে অথৈ প্রেমের জল
তারই তীরে গড়বো আমি
আমার প্রেমের তাজমহল
এই বুকেই বয়েছে যমুনা
নিয়ে অথৈ প্রেমের জল
তারই তীরে গড়বো আমি
আমার প্রেমের তাজমহল
আমার প্রেমের তাজমহল
আমার প্রেমের তাজমহল
আমার প্রেমের তাজমহল
আমার প্রেমের তাজমহল
জানে ঈশ্বর জানে আল্লাহ
তোমার প্রেমের কত মূল্য
কিছু সৃষ্টি হয়নি ধরায়
তোমার প্রেমের সমতুল্য..
জানে ঈশ্বর জানে আল্লাহ
তোমার প্রেমের কত মূল্য
কিছু সৃষ্টি হয়নি ধরায়
তোমার প্রেমের সমতুল্য
এই প্রেম যে কত গভীর
খুঁজে পায় না কোন তল
তারই তীরে গড়বো আমি
আমার প্রেমের তাজমহল
এই বুকেই বয়েছে যমুনা
নিয়ে অথৈ প্রেমের জল
তারই তীরে গড়বো আমি
আমার প্রেমের তাজমহল
আমার প্রেমের তাজমহল
আমার প্রেমের তাজমহল
আমার প্রেমের তাজমহল
আমার প্রেমের তাজমহল
আছে মসজিদ আছে গীর্জা
সেথা গেলে হয় যে পূণ্য
তোমার সত্য ভালোবাসা
ছুঁতে পারে মহাশুন্য..
আছে মসজিদ আছে গীর্জা
সেথা গেলে হয় যে পূণ্য
তোমার সত্য ভালোবাসা
ছুঁতে পারে মহাশুন্য
এই প্রেম যে কত গভীর
খুঁজে পায় না কোন তল
তারই তীরে গড়বো আমি
আমার প্রেমের তাজমহল
এই বুকেই বয়েছে যমুনা
নিয়ে অথৈ প্রেমের জল
তারই তীরে গড়বো আমি
আমার প্রেমের তাজমহল
এই বুকেই বয়েছে যমুনা
নিয়ে অথৈ প্রেমের জল
তারই তীরে গড়বো আমি
আমার প্রেমের তাজমহল
আমার প্রেমের তাজমহল
আমার প্রেমের তাজমহল
আমার প্রেমের তাজমহল
আমার প্রেমের তাজমহল
এই বুকে বয়েছে যমুনা của Kanak Chapa/Monir Khan - Lời bài hát & Các bản Cover