menu-iconlogo
huatong
huatong
kazi-nazrul-islam-o-mon-ramjaner-oi-cover-image

ও মন রমজানের ঐ রোজার শেষে O Mon Ramjaner Oi

Kazi Nazrul Islamhuatong
mer1dianhuatong
Lời Bài Hát
Bản Ghi
ও মন রমজানের ঐ রোজার শেষে

এলো খুশির ঈদ

তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন

আসমানি তাগিদ

ও মন রমজানের ঐ রোজার শেষে

এলো খুশির ঈদ

তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন

আসমানি তাগিদ

ও মন রমজানের ঐ রোজার শেষে

এলো খুশির ঈদ

তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন

আসমানি তাগিদ

তোর সোনা দানা বালাখানা

সব রাহে লিল্লাহ

তোর সোনা দানা বালাখানা

সব রাহে লিল্লাহ

দে জাকাত মুর্দা মুসলিমে আজ

ভাঙাইতে নিদ

দে জাকাত মুর্দা মুসলিমে আজ

ভাঙাইতে নিদ

ও মন রমজানের ঐ রোজার শেষে

এলো খুশির ঈদ

তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন

আসমানি তাগিদ

আজ ভুলে যা তোর দোস্ত দুশমন

হাত মিলাও হাতে

আজ ভুলে যা তোর দোস্ত দুশমন

হাত মিলাও হাতে

তোর প্রেম দিয়ে কর বিসস নিখিল

ইসলামে মুরিদ

তোর প্রেম দিয়ে কর বিসস নিখিল

ইসলামে মুরিদ

ও মন রমজানের ঐ রোজার শেষে

এলো খুশির ঈদ

তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন

আসমানি তাগিদ

Nhiều Hơn Từ Kazi Nazrul Islam

Xem tất cảlogo

Bạn Có Thể Thích