menu-iconlogo
huatong
huatong
avatar

Dekhle Bachi Noile Mori

Kazi Shuvohuatong
misty_myershuatong
Lời Bài Hát
Bản Ghi
দেখলে বাচি নইলে মরি

তোমার চাঁদ বদন,প্রাণের বন্ধুয়ারে

আমি কি দিয়া রাখিব তোমার মন

আমি • কি দিয়া রাখিব তোমার মন

তোমার প্রেমে হইলাম দোষী

কুলে দিলাম ছাই

তোমার প্রেমে হইলাম রে দোষী

কুলে দিলাম ছাই

তুমি ছাড়া এ জগতে •

আমার কেহ নাই প্রাণের বন্ধুয়ারে

আমি কি দিয়া রাখিব তোমার মন

দেখলে বাচি নইলে মরি

তোমার চাঁদ বদন প্রাণের বন্ধুয়ারে

আমি কি দিয়া রাখিব •তোমার মন

বুঝি না রে সোনা বন্ধু

তোমার মতি গতি

বুঝি না রে সোনা বন্ধু

তোমার মতি গতি

দিন রজনী কাঁদিতে হয়

এই তোমার পিরিতি,প্রাণের বন্ধুয়ারে

আমি কি দিয়া রাখিব •তোমার মন

দেখলে বাচি নইলে মরি

তোমার চাঁদ বদন,প্রাণের বন্ধুয়ারে

আমি কি দিয়া রাখিব তোমার মন

আর কিছু নাই তোমারে চাই

কহে নুর জ্বালালে

আর কিছু নাই তোমারে চাই

কহে নুর জ্বালালে

চির দাসী বলে একবার

নেওনা আমায় কোলে প্রাণের বন্ধুয়ারে

আমি কি দিয়া রাখিব তোমার মন

দেখলে বাচি নইলে মরি

তোমার চাঁদ বদন প্রানের বন্ধুয়ারে

আমি কি দিয়া রাখিব তোমার মন

আমি কি দিয়া রাখিব তোমার মন

আমি কি দিয়া রাখিব তোমার মন

Nhiều Hơn Từ Kazi Shuvo

Xem tất cảlogo

Bạn Có Thể Thích