হায়রে বোকা মন আমার শুনলি না বারন
আবার প্রেমে মজলিরে তুই কেন অকারন
হায়রে বোকা মন আমার শুনলি না বারন
আবার প্রেমে মজলিরে তুই কেন অকারন
রোজ বুক ভেঙে তুই গেলি
কেদে সাধ কি মেটে না
কেন খুঁজলি আবার সেই পাষান এক মনের ঠিকানা
হায়রে বোকা মন আমার শুনলি না বারন
আবার প্রেমে মজলিরে তুই কেন অকারন
প্রিয়া...প্রিয়া...প্রিয়া...প্রিয়া...
প্রিয়া...প্রিয়া...প্রিয়া...প্রিয়া...
এমন করে ভাংলে এ মন আরকি জোড়া হয়
ভালবাসার নামে এখন লাগে বড় ভয়..
এমন করে ভাংলে এ মন আরকি জোড়া হয়
ভালবাসার নামে এখন লাগে বড় ভয়..
বলেছিলিস আমায় ছেড়ে বাঁচতে পারবি না
আজকি ভুলে সেই কথা কি মনে পরে না..
বাসলে ভালো কেউ কি এমন পাষান হয়ে যায়
যে নিজের সুখে মনের মানুষ টাকেই মেরে দেয়
হায়রে বোকা মন আমার শুনলি না বারন
আবার প্রেমে মজলিরে তুই কেন অকারন
প্রিয়া...প্রিয়া...প্রিয়া...প্রিয়া...
প্রিয়া...প্রিয়া...প্রিয়া...প্রিয়া..