menu-iconlogo
huatong
huatong
avatar

Best HQ Abar Dekha Hobe আবার দেখা হবে

khalid খালিদhuatong
neil.haineshuatong
Lời Bài Hát
Bản Ghi
বোঝাতে কি পেরেছি তোমাকে যে তা

বিরহে নিহীত সেই সুখ বারতা

যখন আমি থাকবো না তোমার কাছে

আমায় পাবে গীতি কবিতা মাঝে

যাবার বেলা শুধু শান্তনা নয় কান্না

আবার দেখা হবে এখনি শেষ দেখা নয়

আবার কথা হবে এখনি শেষ কথা নয়

Pls give like to the track

অশ্রু মুছে তুমি তাকাবে

মনকে আলোকিত করবে

তোমার অশ্রু আমায় দুর্বল করে দেয়

আবার দেখা হবে এখনি শেষ দেখা নয়

আবার কথা হবে এখনি শেষ কথা নয়

Pls give like to the track

হৃদয়য়ের না বলা কথা

সে আমার না লেখা বারতা

মেঘকে দূত করে পাঠাবো তখনও তোমায়

আবার দেখা হবে এখনি শেষ দেখা নয়

আবার কথা হবে এখনি শেষ কথা নয়

বোঝাতে কি পেরেছি তোমাকে যে তা

বিরহে নিহীত সেই সুখ বারতা

যখন আমি থাকবো না তোমার কাছে

আমায় পাবে গীতি কবিতা মাঝে

যাবার বেলায় শুধু শান্তনা নয় কান্না

আবার দেখা হবে এখনি শেষ দেখা নয়

আবার কথা হবে এখনি শেষ কথা নয়

আবার দেখা হবে এখনি শেষ দেখা নয়

আবার কথা হবে এখনি শেষ কথা নয়

আবার দেখা হবে এখনি শেষ দেখা নয়

Nhiều Hơn Từ khalid খালিদ

Xem tất cảlogo

Bạn Có Thể Thích