menu-iconlogo
logo

পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম

logo
Lời Bài Hát
আ হা হা হা

আ হো হো হো

আ আ আ আ

পৃথিবীতে সুখ বলে

যদি কিছু থেকে থাকে

তার নাম ভালোবাসা তার নাম প্রেম

জ্বলে পুড়ে মরার মাঝে

যদি কোন সুখ থাকে

তার নাম ভালোবাসা তার নাম প্রেম

পৃথিবীর চার পাশে যেদিকে তাকাই

সেখানেই তোমাকে পাই খুঁজে পাই

পৃথিবীর চার পাশে যেদিকে তাকাই

সেখানেই তোমাকে পাই খুঁজে পাই

পাশা পাশি থাকবো

বুকে ধরে রাখবো

হ্রদয়ের দাম দিয়ে হ্রদয় নিলেম

তার নাম ভালোবাসা তার নাম প্রেম

এ জীবন সংসার বড় মধুময়

যদি গো সেখানে ভালোবাসা রয়

এ জীবন সংসার বড় মধুময়

যদি গো সেখানে ভালোবাসা রয়

ভালোবেসে বাঁচবো

ভালোবেসে মরবো

যার বিনিময়ে আমি তোমাকে পেলাম

তার নাম ভালোবাসা তার নাম প্রেম

পৃথিবীতে সুখ বলে

যদি কিছু থেকে থাকে

তার নাম ভালোবাসা তার নাম প্রেম

জ্বলে পুড়ে মরার মাঝে

যদি কোন সুখ থাকে

তার নাম ভালোবাসা তার নাম প্রেম

Thank You All Friends

পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম của Khan Asifur Rahman Agun/Sabina Yasmin - Lời bài hát & Các bản Cover