menu-iconlogo
huatong
huatong
avatar

Jole Agun Bukete

Khan Asifur Rahman Agunhuatong
steve_traversehuatong
Lời Bài Hát
Bản Ghi
জ্বলে আগুন বুকেতে

দে আগুন দে নিভাইয়া দে..

কে কে কেরাবেরা লাগাইয়া দিমু

সব কিছু সিস্টেম ফালাইয়া দিমু

প্রেমেরি জ্বালা তুই দেনা নিভাইয়া

ওই অঙ্গের কমকে দে ব্যান্ড বাজাইয়া..

লাগা,লাগাকেরা বেরা

লাগা, লাগাকেরা বেরা

জ্বলে আগুন বুকেতে হাই

দে আগুন দেনিভাইয়া দে..

কে কে কেরাবেরা লাগাইয়া দিমু

সব কিছু সিস্টেম ফালাইয়া দিমু

প্রেমেরি জ্বালা তুই দেনা নিভাইয়া

ওই অঙ্গের কমকে দে ব্যান্ড বাজাইয়া..

লাগা,লাগাকেরা বেরা

লাগা, লাগাকেরা বেরা

অনুমতি ছাড়া কেউ কপি করবেন না

বা গানটি কেউ রিআপলোড দিবেন না

আসুন সবাই মিলে মিসে গান করি

স্মুলের পরিবেশ সুন্দর রাখি

তুই তো শালী দেখতে ছিলি

যেন বিদেশি ছেড়ি একটাই রে

সোনার যৌবনে পড়বে ভাটা

যদি ধরতে না দেস আমারে

তোমারি কাছে এলে লাগে শুধু ভয়

ফুরিয়ে যায় যদি সব সঞ্চয়

যদি মধু নিয়ে, যাও গো পালিয়ে

সাগরে আমায় ডুবাইয়া

প্রেমেরি জ্বালা তুই দেনা নিভাইয়া

ওই অঙ্গের কমকে দেব্যান্ড বাজাইয়া..

লাগা,লাগাকেরা বেরা

লাগা, লাগাকেরা বেরা

অনুমতি ছাড়া কেউ কপি,রিআপলোড করবেন না

আসুন সবাই মিলে মিসে গান করি

স্মুলের পরিবেশ সুন্দর রাখি

গান শেষে অবশ্যই একটা লাইক দিবেন

মুখের লগে মুখ লাগাইয়া একটা চুম্মা,

দে তুই আমারে একলা

পাইনারে জোস হয়না রে খোশ

মাইয়া থাকোস কেন দূরে দূরে

দাওনা ভেঙ্গে তুমি চোখোলজ্জা

হোকনা দুজনারি ফুলশয্যা

সোহাগে আদরে,

সুখেরি চাদরে,

নেওয়ানা আমাই জড়াইয়া

প্রেমেরি জ্বালা তুই দেনা নিভাইয়া

ওই অঙ্গের কমকে দে ব্যান্ড বাজাইয়া..

লাগা,লাগাকেরা বেরা

লাগা, লাগাকেরা বেরা

জ্বলে আগুন বুকেতে

দে আগুন দে নিভাইয়া দে..

কে কে কেরাবেরা লাগাইয়া দিমু

সব কিছু সিস্টেম ফালাইয়া দিমু

প্রেমেরি জ্বালা তুই দেনা নিভাইয়া

ওই অঙ্গের কমকে দে ব্যান্ড বাজাইয়া..

লাগা,লাগাকেরা বেরা

লাগা, লাগাকেরা বেরা

thank you all

Nhiều Hơn Từ Khan Asifur Rahman Agun

Xem tất cảlogo

Bạn Có Thể Thích