menu-iconlogo
huatong
huatong
khurshid-alom-dhire-dhire-chol-ghora-cover-image

Dhire dhire chol ghora

Khurshid Alomhuatong
global_6🦅ᴷᵁᴴᴱᴸᴵᴷᴬhuatong
Lời Bài Hát
Bản Ghi
ধীরে ধীরে চল ঘোড়া

সাথী বড় আনকোরা।

রূপনগরের পরী

হায় রে হয়েছে আজ সোয়ারী (হো)

ধীরে ধীরে চল ঘোড়া

সাথী বড় আনকোরা।

রূপনগরের পরী

হায় রে হয়েছে আজ সোয়ারী (হো)

হেলিয়া দুলিয়া চলেসাথী

নিয়ে যা যেথা সে যায়

কোমল অঙ্গে যেন

কোন ব্যাথা সে না পায়

তারে যতই দেখি ফেরে না যে আঁখি।

তারে যতই দেখি ফেরে না যে আঁখি।

বুঝি না কী যে করি (হায়)

ধীরে ধীরে চল ঘোড়া

সাথী বড় মুখচোরা।

সে যে বোবা নারী

হায় রে হয়েছে আজ সোয়ারী

(হো… হাট ..হাট…)

রঙ্গিলা মৌশন এলো

হলো রঙ্গিন শহর

সুন্দরী সঙ্গিনী পেলাম

পেলাম না মনের খবর

কবে লাজুকলতা বলবে মনের কথা।

কবে লাজুকলতা বলবে মনের কথা।

আমি তো ভেবে মরি (হায়)

তারে ডেকে বল ঘোড়া

ভাল নয় রাগ করা।

জীবনে প্রথম নারী

পেয়েছি আজ সোয়ারী।।

ধীরে ধীরে চল ঘোড়া

সাথী বড় আনকোরা।

রূপনগরের পরী

হায় রে হয়েছে আজ সোয়ারী (হো)

হায় রে হয়েছে আজ সোয়ারী (হো)

Nhiều Hơn Từ Khurshid Alom

Xem tất cảlogo

Bạn Có Thể Thích