menu-iconlogo
huatong
huatong
-hputul-we-cover-image

স্মৃতি ঝলমল/H.PUTUL_WE

কন্ঠঃ রুনা লায়লাhuatong
H.PUTUL_🆆🅴huatong
Lời Bài Hát
Bản Ghi
স্মৃতি ঝলমল

সুনীল মাঠের কাছে…

পানি টলটল

মেঘনা নদীর কাছে…

আমার অনেক ঋণ আছে…

ঋণ আছে…

বকের ডানায় ছাওয়া..চরের কাছে

চাঁদ জাগা

বাঁশ বাগানের কাছে-

আমার অনেক ঋণ আছে…

ঋণ আছে…

<<===H.PUTUL_WE===>>

যখন হাওয়া..য় উড়ে..

কালো হলদে পাখি..

আমি কেবল মুগ্ধ হয়ে চেয়ে থাকি…

উড়ন্ত ঐ পাখির মালা-র কাছে-

আমার অনেক ঋণ আছে-

ঋণ আছে…

<<===Hamid_WE===>>

প্রতিদিন পূব দিগন্তে

লাল সূর্য উঠে-

হাসি ঝরিয়ে-

কাজল দীঘির শান্ত বুকে

পদ্ম ফোটে…

শোভা ছড়িয়ে-

পথই আমার প্রানের ভাষা

ব্যাকু-ল ডাকে

সূর্যোদয়ে শহীদে-র খুন

জড়িয়ে থাকে..

পদ্মের কাছে..সূর্যোদয়ের কাছে…

স্বপ্ন ছাওয়া… একটি পথের কাছে..

আমার অনেক ঋণ আছে..

ঋণ আছে…

স্মৃতি ঝলমল

সুনীল মাঠের কাছে…

পানি টলটল

মেঘনা নদীর কাছে…

আমার অনেক ঋণ আছে…

ঋণ আছে…

আমার অনেক ঋণ আছে…

ঋণ আছে…

আমার অনেক ঋণ আছে…

ঋণ আছে…

****ধন্যবাদ***

Bạn Có Thể Thích