menu-iconlogo
huatong
huatong
avatar

Ei Nirjon Niralay Nijhum Bone এই নির্জন

Konok Chapahuatong
minkthuatong
Lời Bài Hát
Bản Ghi
এই নির্জন নিরালায় নিঝুম বনে..

এই নির্জন নিরালায় নিঝুম বনে

শুধু তুমি, আমি দুজন

লাগে ভয় ভয় কি হয় বিরু মনে

তুমি পাগল হইওনা সুজন

আমি জনম পাগল তোমার প্রেমে পাগল

আমি জনম পাগল তোমার প্রেমে পাগল

বলো কি করি এখন.....

এই নির্জন নিরালায় নিঝুম বনে

শুধু তুমি, আমি দুজন

হরিণ হরিণ, ভীরু চোখে

যেদিন তোমায় দেখেছি

সেই দিন থেকে, এই অন্তরে

তোমায় ধরে রেখেছি

বুকের ভিতর, শত রঙে

তোমার ছবি এঁকেছি

প্রেমের আদর, সোহাগ গুলো

তোমার অধরে মেখেছি

তুমি জনম পাগল ওগো প্রেমের পাগল

তুমি জনম পাগল ওগো প্রেমের পাগল

বলো কি করি এখন.....

এই নির্জন নিরালায় নিঝুম বনে

শুধু তুমি, আমি দুজন

আগুন আগুন, ফাগুন এলো

তুমি এলে বলে

কাছে এসো, আরো কাছে

দূরে যেওনা চলে

মিষ্টি মিষ্টি, দুষ্টুমি আর

করো না গো তুমি

নিজেকে আর, রাখতে ধরে

পারিনা যে আমি

আমি জনম পাগল তোমার প্রেমে পাগল

হো আমি জনম পাগল তোমার প্রেমে পাগল

বলো কি করি এখন.....

এই নির্জন নিরালায় নিঝুম বনে

শুধু তুমি, আমি দুজন

লাগে ভয় ভয় কি হয় বিরু মনে

তুমি পাগল হইওনা সুজন

Nhiều Hơn Từ Konok Chapa

Xem tất cảlogo

Bạn Có Thể Thích