
কোন স্বর্গ সুখের আশায় তুমি ছেড়ে যাবে
কোন স্বর্গ সুখের আশায়..
তুমি ছেড়ে যাবে আমায়
কোন স্বর্গ সুখের আশায়..
তুমি ছেড়ে যাবে আমায়
তুমি ভুলে যাবে আমায়
আমি প্রজাপতি আঁকা
এই চিঠি টা পেয়েছি
আমি প্রজাপতি আঁকা
এই চিঠি টা পেয়েছি
আমি চেয়েছি তোমাকে
এই চিঠি কি চেয়েছি
মন ভেঙে পরে ব্যাথায়
মন ভেঙে পরে ব্যাথায়
কোন স্বর্গ সুখের আশায়
তুমি ছেড়ে যাবে আমায়
তুমি ভুলে যাবে আমায়
এত বড় পৃথিবীতে
তুমি ছাড়া আমি একা
এত বড় পৃথিবীতে
তুমি ছাড়া আমি একা
আমি বাঁচবো কি করে গো
না পেলে তোমার দেখা
কেন নেবে তুমি বিদায়..
কেন নেবে তুমি বিদায়
কোন স্বর্গ সুখের আশায়
তুমি ছেড়ে যাবে আমায়
কোন স্বর্গ সুখের আশায়
তুমি ছেড়ে যাবে আমায়
তুমি ভুলে যাবে আমায়
সমাপ্ত
কোন স্বর্গ সুখের আশায় তুমি ছেড়ে যাবে của Kumar Bishwajit - Lời bài hát & Các bản Cover